শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
আন্দোলনের সাহসী তিন শিক্ষক অন্যের স্ত্রীর সাথে অনৈতিক সম্পর্ক : কাউনিয়া থানার দারোগাবাবু ক্লোজড ভারত থেকে শেখ হাসিনা তার লোকজনকে নির্দেশ দিয়েছে এনসিপির নেতাকর্মীদের যেকোনো মূল্যে গোপালগঞ্জে যেতে দেয়া যাবে না-রিজভী যুক্তরাষ্ট্রে পিএইচডি সুযোগ—মনিকে সংবর্ধনা দিল হাবিপ্রবির রসায়ন সমিতি বরিশালে এনসিপির বিক্ষোভ নোবিপ্রবিতে মৎস্য ও সমুদ্রবিজ্ঞান বিভাগের আয়োজনে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত নোবিপ্রবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি : শিক্ষার্থীদের চিত্রাঙ্কন অংকন প্রতিযোগিতা আমরা আবারও গোপালগঞ্জ যাবো, এই যাওয়া শেষ যাওয়া নয় : ফরিদপুরে নাহিদ ইসলাম নোবিপ্রবিতে শিক্ষক নিয়োগে নানা প্রশ্ন

মৎস লুণ্ঠন ও ক্রয়কারি কাউকে ছাড় দেয়া হবেনা- র্যাব মহাপরিচালক

আরিফুল ইসলাম, বরগুনার পাথরঘাটা থেকে
  • আপডেট টাইম : রবিবার, ১২ ডিসেম্বর, ২০২১
  • ৩০৯ বার

মৎস লুণ্ঠন ও ক্রয়কারি কাউকে ছাড় দেয়া হবেনা। জেলেদের নিজ পেশায় থাকতে সব সময় র্যাব সহযোগিতা করবো।

প্রধানমন্ত্রীর নির্দেশে যারা দলদস্যু ও বনদস্যু থেকে আত্নসমার্পন করেছেন তাদেরকে ইতোমধ্যে ঘর নৌকা জাল ও নগদ অর্থ দেয়া হয়েছে তাদের জীবন রক্ষার্থে।

 

উপকুলীয় জীবন ও জীবিকার নিরাপত্তায় মতবিনিময় সভায় উপস্থিত হয়ে প্রধান অতিথির বক্তবে একথা বলেন র্যাবের মহাপরিচালক অতিরিক্ত আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন।

 

আজ রোববার (১২ ডিসেম্বর) দুপুরে বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার উপজেলা কম্পলেক্সে এ সভা অনুষ্ঠিত হয়।

 

এসময় তিনি আরো বলেন, র্যাব সবসময় অপরাধ দমনে অর্গভাবে রয়েছে এবং থাকবে।
অপরাধী কোন ধরেনের ছাড় পাবেনা। যারা দস্যুতা করে এখনো আত্নসমার্পন করনাই তারা আমাদের জাল থেকে রক্ষা পাবেনা।

র্যাব ছাড়া জলদস্যু বন্ধ হতোনা। আর যারা আত্নসমার্পন করেছে তাদের দিকে আমাদের বিশেষ দৃস্টি থাকবে।

সদ্য বঙ্গবসাগরে জলদস্যুর আবিরভাবে হয়। এসময় অপহৃত সকলকে র্যাব লুন্ঠিত অর্থসহ উদ্ধার করে। সাথে সাথে ৬ জনকে আটক করে এবং ২ জন বন্দুকযুদ্ধে নিহত হয়।

যারা দস্যুমুক্ত হবে তাদের জীবন হবে আলোকিত।

জলদস্যুদের হুশিয়ারী করে বলেন, এখনো জলদস্যুদের বলছি আপনারা ভালো পথে আসেন। অন্যথায় র্যাব ব্যবস্থা নিলে আপনাদের মহাবিপদ হবে।

 

স্থানীয় মাছ ব্যবসায়িদের দাবির প্রেক্ষিতে র্যাব মহাপরিচালক আরো বলেন, সাতক্ষীরার মুন্সিগঞ্জে ক্যাম্প করা হয়েছে। আপনাদের এই পাথরঘাটায়ও ক্যাম্প করা হবে।

এসময় অপহৃত উদ্ধার হওয়া ৭ জেলেদের ১০ হাজার টাকা করে অনুদান দেয়া হয়।

সভায় বিশেষ অতিথি ছিলেন, বরিশালের বিভাগীয় কমিশনার মো. সাইফুল ইসলাম বাদল, রেঞ্জ ডিআইজি এস এম আক্তারুজ্জামান।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন র্যাব ৮ এর বরিশালের পরিচালক অতিরিক্ত ডিআইজি জামিল হাসান।

সভায় সভাপতিত্ব করেন র্যাবের অতিরিক্ত মহাপরিচালক (অপারেসন্স) কর্ণল কে এম আজাদ। র্যাব সদর দপ্তরের মিডিয়া উইং প্রধান কমান্ডার মঈন উদ্দিন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com