বরিশাল সিটি করপোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র নামে মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন করেছেন সিটি করপোরেশনের কর্মকর্তা ও কর্মচারীরা।
শনিবার (২১আগষ্ট) সকাল সাড়ে ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সিটি করপোরেশনের কর্মকর্তা বেলায়েত বাবলুর পরিচালনায় মানবন্ধনে স্বাস্থ কর্মকর্তা ডাঃ ফয়সাল, পরিচ্ছন্ন বিভাগের পরিদর্শক মাসুম, সহ সিটি করপোরেশনের কয়েকশ কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মানবন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন,’আমাদের মেয়র মহোদয়ের উপর হামলা করে উলটো ইউএনও তার মেয়র মহোদয়ের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করেছেন। আমরা সবাই এখন গ্রেফতার আতঙ্কে ভুগছি।
তারা আরও বলেন,’আমরা আমাদের মেয়র মহোদয়ের বিরুদ্ধে অনতিবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানাচ্ছি।
একই সাথে মামলা দ্রুত প্রত্যাহার করা না হলে বরিশাল সিটির কোন ময়লা পরিস্কার করা হবেনা বলে হুশিয়ারী দেন পরিচ্ছন্ন বিভাগ। যে কারনে গত ৩ দিন যাবৎ কোন ধরনের পরিচ্ছন্নতার কাজ চেলছেনা বরিশালে। একই ভাবে বিসিসির সকল বিভাগের কর্মকান্ড স্থবির হয়ে থাকবে যদি এই মামলা দ্রুত সময়ের মধ্যে নিস্পত্তি করা না হয়।
বিসিসির সকল বিভাগের কর্মকর্তা কর্মচারীদের প্রায় ঘন্টা ব্যাপি মানববন্ধনে একটাই দাবি ছিলো মেয়র সেরনিয়াবাদ সাদিক আবদুল্লাহসহ সকল নেতাকর্মীদের বিরুদ্ধে যে মামলা ২ টি হযেছে তার নিস্পত্তি করতে হবে।
তারা আরো বলেন, যারা গুলি খেল পুলিশের মার খেল তারাই মামলা আসামি। আর মেয়রকে যিনি গুলি করলেন অসম্মান করলেন তিনি বীরদর্পে। একই অপরাধে ২ আইন চলবেনা।
তাই ইউএনওকে আইনরে আওতায় আনতে হবে।
এ জাতীয় আরো খবর..