বুধবার, ১৪ মে ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন

মেরামতের পরও যান্ত্রিক ত্রুটি যায় নি সাবেক প্রধানমন্ত্রীর উপহার বাসটির, বিকল আরো কয়েকটি গাড়ি

মুরাদ হোসেন, হাবিপ্রবি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৩ মে, ২০২৫
  • ৪ বার
১৯৯৩ সালে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি)- তৎকালীন কৃষি কলেজের শিক্ষার্থীদের জন্য তৎকালীন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উপহার দেন একটি বাস।
তবে দীর্ঘদিন অচল অবস্থায় পড়ে থাকায় ওই বাসটি (৯ নং) পুনরায় মেরামতের উদ্যোগ নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং পরিবহন শাখা।
সাধারণ মেরামত ও পুনরায় রং করার পর ট্রায়াল দিলে ইঞ্জিনে সমস্যা দেখা দিলে আবারো মেরামতের জন্য রেখে দেওয়া হয় বাসটি।
পরিবহন শাখার কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বাসটি মেরামতের কাজ চলছে। গাড়িটির চালক বলেন, একটি গাড়ি ২৫ বছরের বেশি চালানো যায়না।
এই গাড়িটি ব্যবহার প্রায় অনুপযোগী। তবুও শিক্ষার্থীদের সুবিধার জন্য মেরামতের উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়াও শিক্ষার্থীদের জন্য বরাদ্দকৃত ৩ টি বাস (৬,১৪,১৬) দীর্ঘদিন বিকল হয়ে পড়ে আছে এবং ১০ নং বাসটি পুরোপুরি বাতিলের কাতারে রয়েছে।
এ বিষয়ে পরিবহন শাখার পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ সিদ্দিকুর রহমানের সঙ্গে যোগাযোগ করলে তিনি, ৯ নং বাসটি পুনরায় মেরামতের (ডেন্ডিং,পেন্টিং) জন্য পরিবহন শাখার সাথে প্রশাসনের এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের সমন্বয় চলছে, আশা করি দ্রুতই বাসটি চলাচলের উপযোগী হবে।
এছাড়াও কয়েকটি গাড়ির মেরামত ও সংস্কারের জন্য ১ লাখ ৭৮ হাজার টাকার ফাইল পাঠানো হয়েছে।
বর্তমানে বিশ্ববিদ্যালয়টিতে শিক্ষার্থীদের জন্য ১০ টি বাস সচল রয়েছে। ৯ নম্বর ওই বাসটি চলাচলের উপযোগী হলে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ১১ টি বাস নিয়মিত শিক্ষার্থী পরিবহন করবে বলে জানা গেছে।
তবে পর্যাপ্ত ড্রাইভার-হেল্পার না থাকায় বিআরটিসি চালু থাকবে। অফিস সূত্রে জানা গেছে, বর্তমানে ২২ জন ড্রাইভার কর্মরত রয়েছেন। যাদের মধ্যে ১১ জন মাস্টাররোলে চাকরি করছেন।
এদিকে শিক্ষক – কর্মকর্তাদের জন্য বরাদ্দকৃত ১টি সিভিলিয়ান বাসের এসি সমস্যার জন্য সাময়িক বিআরটিসি বাস নেওয়া হয়েছে।
সিভিলিয়ান বাসটি ঢাকায় পাঠানো হয়েছে।  শিক্ষকদের জন্য বরাদ্দকৃত ৬ টি মাইক্রোবাসের ১টি (M1) নষ্ট এবং গাড়িটি নিলামে রাখা হয়েছে, ২টি পিক-আপের ১টি নষ্ট। এগুলোর সাথে ১টি জিপেরও মেরামত চলছে বলে অফিস সূত্রে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com