ভোলায় মা ইলিশের ডিম ছাড়ার সময় নিষেধাজ্ঞা আমান্য করে মাছ ধরায় আজ দুপুর পর্যন্ত ২৪ ঘন্টায় ১৮ জেলেকে আটক করেছে মৎস্য বিভাগ।
এদের মধ্যে ১৪ জনকে সাড়ে ৪৬ হাজার টাকা জরিমানা করা হয়। ২ জনকে কারাদন্ড ও অপর দুইজনকে অপ্রাপ্ত বয়স হওয়ায় মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়।
আটক জেলেদের মধ্যে ভোলা সদরে ১ জন, লালমোহন উপজেলায় ১১ জন ও চরফ্যাশন উপজেলায় ছিল ৬ জন। দৌলতখান উপজেলা মৎস্য কর্মকর্তা মাফুজুল হাসনাইন জানান, আজ সকালে তারা মেঘনা নদীতে অভিযান অব্যাহত রেখেছেন। ইলিশের ডিম ছাড়ার মৌসুম সফল হচ্ছে বলেও জানান তিনি।