কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ভোলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার গণহত্যার বিচারের দাবীতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালিত করেছেন বিএনপির ও তাদের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।
আজ বুধাবার ১৪ আগষ্ট দুপুর ১২ টায় জেলা বিএনপির দলীয় কার্যালয় থেকে বিএনপি ও তাদের অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা পৃথক পৃথকভাবে বিক্ষোভ মিছিল নিয়ে শহরের বিভিন্ন সড়ক পদক্ষিণ করে ভোলা প্রেসক্লাবের সামনে এসে অবস্থান কর্মসূচি পালন করেন।
এসময় বক্তব্য রাখেন, ভোলা জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর, যুগ্ন আহবায়ক শফিউর রহমান কিরণ, সদস্য সচিব রায়সুল আলম, সদস্য পিযুষ কুমার হালদার, স্বেচ্ছাসেবক দলের সাধারন সম্পাদক খন্দাকার আল-আমিন, জেলা ছাত্র দলের ভারপ্রাপ্ত সভাপতি মো: জসিম উদ্দিন, পৌর ছাত্র দলের আহবায়ক মো: মঞ্জু ইসলাম প্রমূখরা।