বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. শুচিতা শরমিনকে অপসারনের দাবিতে আমরণ অনশনে বসেছে শিক্ষার্থীরা।
সোমবার রাত সাড়ে ৯টার দিকে প্রশাসনিক ভবনের গ্রাউন্ড ফ্লোরে জরুরি সংবাদ সম্মেলন করে এই ঘোষণা দেন।
এদিকে এর আগে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের পদত্যাগের এক দফা দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষক শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীরা।
আজ ক্লাস বর্জন করে এ কর্মসূচি পালন করছেন তারা। ক্যাম্পাসের প্রশাসনিক ভবনের গ্রান্ড ফ্লোরে এ কর্মসূচি শুরু করে আন্দোলনরতরা।
পরবর্তীতে সেখানে শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারীরাও অবস্থান কর্মসূচিতে অংশগ্রহণ করেন। অবশেষে রাতে পদত্যাগের এক দফা দাবিতে আমরণ অনশন কর্মসূচি ঘোষণা দিয়ে বিশ্ববিদ্যালয় সাধারণ শিক্ষার্থী এই আমরন অনশনে বসেন।