বরিশাল বিভাগের আইনশৃঙ্খলা সংক্রান্ত বিষয় মতবিনিময় করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো: জাহাঙ্গীর আলম চৌধুরী।
আজ বৃহস্পতিবার দুপুরে বরিশাল বিভাগের গোটা আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বরিশাল জেলা পুলিশ লাইন্সের ড্রিল সেটের হলরুম এই মতবিনিময় সভা করেন।
এ সময় তার সাথে ছিলেন বাংলাদেশ পুলিশের প্রধান ময়নুল ইসলাম, র্যাবের মহাপরিচালক এ কে এম শহিদুর রহমানসহ মাঠ প্রশাসনের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।
মতবিনিময় শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, ভারতীয় গণমাধ্যম বাংলাদেশ নিয়ে অহরহ মিথ্যাচার করছে যার প্রতিহত গণমাধ্যম কর্মীদের সঠিক তথ্য বিশ্লেষণ করে এদেশের সংবাদের মাধ্যমে করতে হবে।
তিনি আরো বলেন, পুলিশ হত্যাকারিদের বিচারের আওতায় এনে বিচার করা হবে। আইনশৃঙ্খলা আরো কিভাবে উন্নতি করা যায়, আইন শৃঙ্খলা বাহিনীকে কিভাবে জনবান্ধব করা যায় সে ব্যাপারে আলোচনা হয়েছে।
সাংবাদিক দম্পতি সাংগঠনিক হত্যাকাণ্ডের তদন্ত প্রতিবেদনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন এবারে খুব দ্রুতই হয়তোবা প্রতিবেদন দাখিল করা হবে।
পিবিআই এ ব্যাপারে কাজ করছে। এর আগে সড়ক পথে দুপুর ১২ টায় বরিশাল সার্কিট হাউজে পৌঁছান তিনি। পরে পুলিশ লাইন্সে গেলে সেখানে স্বরাষ্ট্র উপদেষ্টাকে গার্ড অব অর্নার দেয়া হয়।
সেখানে আইন শৃঙ্খলা সংক্রান্ত মতবিনিময় সভায় অংশ নেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সভায়, ৭ম পদাতিক ডিভিশনের ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল আমিরুল আজিম, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ আবদুল মোমেন।
এছাড়া, বিকেলে কৃষি তথ্য সার্ভিস বরিশাল অঞ্চলের কর্মকর্তাদের সাথে এক মতবিনিময় সভায় স্বরাষ্ট্র উপদেষ্টার অংশ নেবার কথা রয়েছে।