তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বরগুনা জেলার বেতাগী থানার বাইপাস বকুলতলী গ্রামে স্থানীয় সন্ত্রাসীদের কোপের আঘাতে বরিশালের হাসপাতালে চিকিতসা নিচ্ছে আবু বকর সিদ্দীক নামের এক যুবক।
ধারালো অস্ত্রের আঘাতে তার মাথায় বেশ কয়েকটি সেলাই লেগেছে একই সাথে রাম দা দিয়ে বাম পায়ে আঘাত করায় পা ভেঙ্গে গেছে।
চিকিতসাধীন অবস্থায় আবু বকর জানান, চান্দুখালীতে তার বাসার সামনে সরকারি জমিতে গাছ লাগায় একই এলাকার জুয়েল। ওই গাছের পাশে আবু বকরের চাচি আকলিমা ছাগল বাধলে জুয়েল তাতে বাধ সাধে।
এতে উভয়ের মাধে কথাকাটা হয় গত ১ লা মার্চ মঙ্গলবার দুপুরের দিকে। এসময় তার ছেলে দেলোয়ার চাচা নান্না মিয়াকে ডেকে বিষয়টি জানালে তিনি সমাধানের উদ্দেশ্যে জুয়েলের কাছে জানতে চাইলে পুনরায় উভয়ের মাঝে কথা কাটাকাটি বাধে আর এতে ক্ষিপ্ত হয়ে পরের দিন ২ মার্চ বুধবার নান্না মিয়াকে তার ব্যবসায়ি প্রতিষ্ঠান গলাচিপা স্টান্ডের দোকানে সামনে বসে মারধর করে জুয়েল বাহিনীর রাজীব, রাকিব, মেহেদী ও শাকিবসহ আরো ৪ থেকে ৫ জন সন্ত্রাসীরা।
এ বিষয় জানতে পেরে ছেলে আবু বকর সিদ্দীক তার চাচা, বাবা এবং সন্ত্রাসী জুয়েলদের বাড়ির রাসেল ও জসিমকে নিয়ে বিষয়টি জানতে তাদের বাড়িতে গেলে পূর্ব থেকেই ওত পেতে থাকা একদল সন্ত্রাসীরা অতর্কিত ভাবে ধারালো রাম দা দিয়ে কুপিয়ে গুরুতর আজত করে।
হামলায় কারো মাথায় আবার কারো শরীরের কোপ লেগেছে। আর বেশি আহত হয়েছে আবু বকরসহ তার সাথে থাকা মো. রফিকুল ইসলামের ছেলে মো. লিমন, তার বাবা নান্না মিয়া, আরিফ। এদের মধ্যে আবু বকরের অবস্থা গুরুতর হওয়ায় ওই দিনই বরগুনা হাসপাতাল থেকে বরিশাল শেরই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।
এ ঘটনার পরেও প্রশাসনের নাকের ডগায় এখনো বীরদর্পে ঘুরে বেরাচ্ছেন সন্ত্রাসী বাহিনীর সদস্যরা।