ষাটোর্ধ বরিশাল সিটি কর্পোরেশনের ১৬০ জন শ্রমিক কে চাকুরীতে পুনঃ বহাল করার দাবিসহ তিন দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে বরিশাল সিটি কর্পোরেশনের শ্রমিক ইউনিয়ন।
এ সময় বিক্ষুব্দ শ্রমিকরা বরিশাল সিটি কর্পোরেশনের মূল ফটকে তালা দিয়ে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীদের অবরুদ্ধ করে রাখে।
সড়ক অবরোধের ফলে নগরীর গুরুত্বপূর্ণ সড়ক চকবাজার এলাকায় যান চলাচল বন্ধ রয়েছে।
শ্রমিকরা জানান, শ্রম আইন অনুযায়ী চাকুরী স্থায়ীকরণ, পরিচয় পত্র, নিয়োগ পত্র ও সার্ভিস বুক প্রদান করা তাদের অনেকদিনের দাবি।
সম্প্রতি ১৬০ জন শ্রমিককে চাকরি থেকে ছাটাই করা হয়। তাদের পুনঃবহাল করা সহ বেতন বৈষম্য নিরসন এবং সকল ভাতা পরিশোধ করার দাবি তাদের।
কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা রেজাউল বারী জানান, অস্থায়ী দৈনিক মজুর ভিত্তিক কর্মচারীদের ক্ষেত্রে এ ধরনের দাবি নীতি মালা সম্মলিত নয়।
আর সরকারি চাকরিতেই চাকুরীর বয়স সীমা ষাট বছর। তদুপরি তাদের দাবি -দাবার একটি চিঠি দিতে বলেছি। সেটি আমরা মন্ত্রণালয় পাঠাবো।
মন্ত্রণালয় থেকে কোন নির্দেশনা পেলে সে অনুযায়ী ব্যবস্থা নেয়া যাবে। তারপরও তারা সড়ক না ছাড়লে প্রশাসনের সহায়তা নেয়া হবে।