ঝালকাঠির সামগ্রিক উন্নয়ন মূলক সংগঠন ইয়ুথ অ্যাকশন সোসাইটি – ইয়াস এর আয়োজনে বৃদ্ধ দু’জন বাবার ইচ্ছে পূরণ করলেন সংগঠনটির সদস্যরা। শহরের অলিগলি ঘুরে ঘুরে দুইজন বাবা কে আমরা খূঁজে বের করি এবং তাদের ইচ্ছের কথা জানতে চাওয়া হয়। তখন এক বাবা বলেন “মোরে একটা ভালো লোঙ্গি দিয়েন, লোঙ্গি পইররা নামাজ পরমু। অপর বাবাকে জিজ্ঞেস করলে তিনিও বলেন “আমারে একটা লুঙ্গী আর গায়ে দেয়ার মতো একটা গেঞ্জি দিয়েন। যা পইররা বেড়াইতে যাইতে পারমু”।
ইয়াসের সহ-সভাপতি মোঃ গোলাম রাব্বি ও অন্যান্য সদস্যরা তাৎক্ষনিক ভাবে তাদেরকে নিয়ে গিয়ে মার্কেট থেকে তাদেরই পছন্দ অনুযায়ী লুঙ্গি ও টি-শার্ট ক্রয় করে দেয়া হয়। এগুলো হাতে পেয়ে তারা বলেন, ”মোরা অনেক খুশি, অনেক ভালো লাগছে” তোমাগো জন্য অনেক দোয়া রাইল। তোমাগো সংগঠন সফল হউক”
বিশ্ব বাবা দিবসে উপহার গুলো তাদের হাতে পৌছে দেয়ার সময় উপস্থিত ছিলেন সংগঠনটির দপ্তর সম্পাদক ফেরদৌস কবির অভিক, ক্রীড়া সম্পাদক জাকারিয়া রাব্বি, ইয়াস ব্লাড ব্যাংকের সাধারন সম্পাদক সুমাইয়া রহমান সেতু, সদস্য শাহনাজ মুন সহ অন্যান্যরা।
এ জাতীয় আরো খবর..