সরকারি ব্রজমোহন (বিএম) কলেজকে স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান করার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে শিক্ষার্থীরা।
বুধবার দুপুরে কলেজের জিরো পয়েন্টে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করে। পরে তারা ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল বের করে।
পরীক্ষার্থীদের উত্তরপত্র যথাযথ মূল্যায়ন ও সেশনজট কমাতে অবিলম্বে বিএম কলেজকে স্বতন্ত্র প্রতিষ্ঠান হিসেবে ঘোষণার দাবি জানান।
সমাবেশে বক্তৃতা দেন, শিক্ষার্থী সাহাবুদ্দিন মিয়া, শাকিল আহমেদ শাওন, রাফি, শাহাদাত হোসেন প্রমুখ।
বক্তারা বলেন, এই কলেজে ৫ বছরের অনার্সের কোর্স শেষ হতে ৬-৭ বছর সময় ব্যয় হয়।
এ কারণে একজন শিক্ষার্থী চাকরির পরীক্ষায় লড়াইয়ের সুযোগ কমে বেকারে পরিণত হয়।
এছাড়া আমাদের পরীক্ষার উত্তরপত্র যথাযথভাবে মূল্যায়ন হয় না। তাই আমরা বিএম কলেজকে স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান ঘোষণা দাবি জানাচ্ছি।
আমাদের সমস্যা দ্রুত দূর করতে হলে কলেজ প্রশাসনকে মঙ্গলজনক যেকোন সিদ্ধান্ত নেয়ার ক্ষমতা দিতে হবে।
এজন্য অবিলম্বে স্বতন্ত্র শিক্ষাপ্রতিষ্ঠান ঘোষণার দাবি জানাচ্ছি। অন্যথায় কঠোর আন্দোলনের মধ্য দিয়ে দাবি আদায় করা হবে বলে জানান বক্তারা।