বাস চাপায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্রী নিহতের ঘটনায় ঘাতক বাসচালক মোঃ নুরুল ইসলামকে আটক করেছে পুলিশ ।
শুক্রবার (১ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে পটুয়াখালী খাসেরহাট গ্রাম থেকে পুলিশের বিশেষায়িত একটি টিম তাকে আটক করে বলে নিশ্চিত করেন বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঁঞা।