বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাকেরগঞ্জের নিয়ামতি ও পার্দীশিবপুর ইউনিয়ন বিএনপির গনতান্ত্রিক উপায় ভোট গ্রহণের মাধ্যমে ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৯ আগষ্ট) সকাল ১১ টায় সৈয়দ আফসার আলী ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে নিয়ামতি ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত আহবায়ক মো:কামরুজ্জামান হেলালের সভাপতিত্বে জাতীয় ও দলীও পতাকা উত্তোলন, কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে সম্মেলনের ১ম পর্বের অনুষ্ঠান শুরু হয়।
সম্মেলনের আনুষ্ঠানিক ভাবে উদ্ভোদন ঘোষণা করেন বাকেরগঞ্জ উপজেলা বিএনপির সদস্য হারুন অর রশিদ শিকদার। পরবর্তীতে গনতান্ত্রিক উপায়ে প্রার্থীতা ঘোষণা ও বক্তব্যের মধ্য দিয়ে ২য় অধিবেশনের কার্যক্রম শুরু হয়।
এরপর দুপুর ২টা থেকে সভাপতি, সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচনের জন্য ইউনিয়ন বিএনপির ৪৫৯ জন ডেলিকেট সদস্যদের (প্রতি ওয়ার্ডে ৫১ জন করে ) ৩ টি বুথের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়।
সন্ধ্যা ৬ টা পর্যন্ত একনাগাড়ে চলা ভোট গ্রহণে ৪৫১জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। ভোটে ১৯৫ভোট পেয়ে সোহেল ফরাজি সভাপতি,২৭৮ ভোট পেয়ে সোহেল শিকদার সাধারণ সম্পাদক ও ১৭৮ ভোট পেয়ে বাহাদুর খান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়।
ইতিপূর্বে শুক্রবার (০৮ আগষ্ট ) বিকেল ৪ টায় উপজেলার পার্দীশিবপুর ইউনিয়নের শিবপুর পাবলিক মাধ্যমিক বিদ্যালয়ের জাতীয় ও দলীও পতাকা উত্তোলন, কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে সম্মেলনের ১ম পর্বের অনুষ্ঠান শুরু হয়। পরবর্তীতে গনতান্ত্রিক উপায়ে প্রার্থীতা ঘোষণা ও বক্তব্যের মধ্য দিয়ে ২য় অধিবেশনের কার্যক্রম শুরু হয়। এরপর বিকেল ৫ টা থেকে সভাপতি ও সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচনের জন্য ইউনিয়ন বিএনপির ৪৫৯ জন ডেলিকেট সদস্যদের (প্রতি ওয়ার্ডে ৫১ জন করে ) ৩ টি বুথের মাধ্যমে ভোট গ্রহণ শুরু হয়।
রাত ৯ টা পর্যন্ত একনাগাড়ে চলা ভোট গ্রহণে ৪৩৬ জন ভোটার তাদের পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করেন। ভোটে মো: ফারুক মৃধা ৩৩৭ভোট পেয়ে সভাপতি, সাইফুল ইসলাম রুম্মান ২০২ভোট পেয়ে সাধারণ সম্পাদক ও হারুন খান ২১৭ ভোট পেয়ে সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়।
উভয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপি দক্ষিণের আহবায়ক, সাবেক সাংসদ আবুল হোসেন খান,বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির ১ নং সদস্য মিসেস সেলিনা হোসেন বাবলী, পৌর বিএনপির সভাপতি নাসির জোমাদ্দার, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন তালুকদার শাহিন, উপজেলা বিএনপির সদস্য হারুন শিকদার, জিয়াউল আহসান জুয়েল চেয়ারম্যান, মিজানুর রহমান চুন্নু চেয়ারম্যান, কামরুজ্জামান মিজান চেয়ারম্যান, নাসির হাওলাদার, শিকদার খলিলুর রহমান,অধ্যক্ষ মশিউর রহমান মাসুদ,জাহাঙ্গীর আলম দুলাল ভিপি,রুহুল আমিন জোমাদ্দার, স্বপন শিকদার, কাজী শাহ আলম, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ ফয়সাল, ওমর সানি, বাকেরগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক এনায়েত হোসেন খান বিপু,পৌর যুবদলের আহবায়ক আতাউর রহমান রোমান, উপজেলা যুবদলের সদস্য সচিব রুবেল জোমাদ্দার, সিনিয়র যুগ্ম আহবায়ক কামরুল হুদা সুমন, উপজেলা মহিলা দলের সভাপতি মির্জা খাদিজা,উপজেলা ছাত্রদলের আহবায়ক নেয়ামুল হক নাহিদ, সদস্য সচিব রাকিব তালুকদার, পৌর ছাত্রদলের আহবায়ক রুহুল আমিন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আল আমিন হাওলাদার,উপজেলা কৃষক দলের সভাপতি জাহাঙ্গীর বিশ্বাস,সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম প্রমুখ।