নৌবাহিনীর প্রধান এডমিরাল এম নাজমুল হাসান বলেছেন, বাংলাদেশের উত্তর উত্তর উন্নয়ন ও সমৃদ্ধির লক্ষ্যে নৌবাহিনীকে যুগোপযোগী এবং প্রযুক্তি সম্পন্ন হিসেবে গড়ে তোলা হচ্ছে।
এটা দেশের সার্বভৌমত্ব ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি সমুদ্র ভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ডে ভূমিকা রাখতে সক্ষম হবে।
তিনি আজ রোববার পটুয়াখালীতে নৌবাহিনীর শের ই বাংলা প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত বি-২৪ ব্যাচের ৪৪০ জন নবীন নাবিকের বুট ক্যাম্প প্রশিক্ষণ পরবর্তী কুচকাওয়াজে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এ অনুষ্ঠানে প্রশিক্ষনার্থীদের মধ্যে তিনজনকে পেশাগত ও মেধার ভিত্তিতে সর্বোচ্চ ফল লাভ করায় নৌপ্রাধান পদক, কমখুল পদক এবং শের ই বাংলা পদক প্রদান করেন।
অনুষ্ঠানে বক্তৃতাকালে নৌবাহিনী প্রধান আরও বলেন, একটি সক্ষম ও শক্তিশালী নৌবাহিনী গড়ে তোলার লক্ষে ইতিমধ্যে নৌবহরে উল্লেখযোগ্য সংখ্যক আধুনিক যুদ্ধজাহাজ, স্পেশাল ফোর্স, হেলিকপ্টার, এমপিএ এবং সাবমেরিন যুক্ত করা হয়েছে। একইসাথে নৌবাহিনীর একাধিক ঘাটিকে কমিশনিং করা হয়েছে।
নৌবাহিনীর প্রধান বলেন, সক্ষমতা বৃদ্ধির ধারাবাহিকতা বাংলাদেশ নৌবাহিনী আজ একটি আধুনিক ত্রিমাত্রিক বাহিনী। এই ত্রিমাত্রিক বাহিনীকেও আরও সক্ষম করতে নতুন ঘাটি উন্নত জাহাজ, আধুনিক যুদ্ধ সরঞ্জাম ও প্রযুক্তি সংযোজনের কার্যক্রম চালু রয়েছে। আমাদের ডকইয়ার্ডগুলো নিজস্ব প্রযুক্তিতে জাহাজ নির্মাণ করে চলেছে।
তিনি প্রশিক্ষণপ্রাপ্ত নাবিকদের উদ্দেশ্য বলেন, বর্তমান বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় একটি যুগোপযোগী নৌবাহিনী গড়ে তোলার জন্য প্রয়োজন চৌকস ও প্রশিক্ষত নাবিক। নৌবাহিনীর উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে নবীন নাবিকগণ প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত জ্ঞান কাজে লাগিয়ে নিজেদের দক্ষ করে তুলবেন।
পাশাপাশি জাতীয় নিরাপত্তা ও অগ্রগতির পথে সঠিক ভাবে দায়িত্ব পালন করবে।
তিনি বলেন, আজকের নবীন নাবিকরা ভবিষ্যতে নতুন বাংলাদেশ গড়ায় অগ্রনী ভূমিকা পালন করবে।
কুচকাওয়াজ অনুষ্ঠানে নৌবাহিনীর সদর দপ্তরের পিএসওগণ, উচ্চ পদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তাবৃন্দ, পটুয়াখালী, বরিশাল ও খুলনা অঞ্চলের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং নবীন নাবিদের অভিভাবকবৃনদ উপস্থিত ছিলেন।