বরিশাল আদালতে মানবপাচার মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত।
অপর দিকে বিভিন্ন ধারায় অপর এক জনকে ১৭ বছরের সস্ত্রম কারাদন্ড দিয়েছে বরিশাল মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক মোঃ সোহেল আহমেদ।
একই মামলায় আরো ২ আসামির বিষয় সিদ্ধান্ত উচ্চ আদালতের আদেশে স্থাগীত রয়েছে।
এ বিষয় আদালতের অতিরিক্ত স্পেশাল পিপি এসএম সরওয়ার হোসেন বলেন, ২০১৭ সালে বরিশাল জেলার উজিরপুর থানার জয়শ্রী গ্রামের মোঃ মোফাজ্জেল হোসেনকে বিদেশে নেবার কথা বলে ২৮ লাখ টাকা নেয় বাবুগঞ্জ উপজেলার রাহুতকাঠী গ্রামের জসিম উদ্দিনসহ ৭ জনের একটি চক্র।
পরে ১০ সেপ্টেম্বর ভানুয়াতু নেবার পরে একটি কক্ষে আটক করে আরো টাকা দাবি করে। দাবিকৃত টাকা নেবার পরেও তাদেরকে আটক রাখে। সেখান থেকে মামলার বাদী মোফাজ্জেলসহ বেশ কয়েকজন বন্দী অবস্থায় পালিয়ে ওই দেশের পুলিশের কাছে আত্নসমর্পন করলে তাদের কে দেশে পাঠিয়ে দেয় এবং মানবপাচার চক্রের মুল হোতা জসিম উদ্দিনসহ বেশ কয়েক জনকে আটক করেন পুলিশ।
একই সাথে বন্দীতে উদ্ধার করে ভানুয়াতু পুলিশ। এ ঘটনায় ২০১৯ সালে মোফাজ্জেল বাদী হয়ে জসিম উদ্দিন, জান্নাতুল রহমান যুথি, এনামুলহক, পলাশ হাওলাদারসহ ৭ জনকে অভিযুক্ত করে বরিশাল আদালতে একটি মানবপাচারের অভিযোগে মামলা দায়ের করে।
ওই মামলায় তদন্ত কর্মকর্তা আদালতে ৫ জনকে অভিযুক্ত করে তদন্ত প্রতিবেদন দাখিল করলে আজ পলাতক জসিম ও পলাশকে যাবজ্জীবন কারাদন্ড ও উপস্থিত জান্নাতুল রহমান যুথিকে বিভিন্ন ধারায় ১৭ বছরের কারাদন্ডাদেশ দেয় আদালত।
রাষ্ট্রপক্ষের স্পেশাল পিপি ছিলেন মোঃ লিযাকত হোসেন।