বরিশালে শের ই বাংলা মেডিক্যাল কলেজের শিক্ষক সংকট নিরসনের দাবীতে হাসপাতালের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।
এসময় স্বাস্থ্য অধিদপ্তর থেকে শিক্ষক নিয়োগের প্রজ্ঞাপনে অগ্নিসংযোগ করে বিক্ষুব্ধরা।
আজ বৃহস্পতিবার বেলা ১২ টায় হাসপাতালের প্রধান গেটের সামনে অবস্থান নিয়ে বান্দ রোডে অবরোধ করে তারা।
এর আগে কলেজ ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল বের করে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীরা জানান, কলেজে মোট ৩৩৪ জন শিক্ষকের পদের বিপরীতে ১৬১টি পদে শিক্ষক রয়েছে।
বাকী ১৭৩টি পদ শূন্য।
যার ফলে তাদের শিক্ষা দানে ব্যাপক বিঘ্ন ঘটছে। এই পরিস্থিতিতে শিক্ষক সংকট নিরসনের দাবীতে গত সোমবার থেকে কলেজে কমপ্লিট শাটডাউন ঘোষণা করেছে তারা।
কিন্তু তাদের দাবী মানা হয়নি। এরমধ্যে বুধবার স্বাস্থ্য অধিদপ্তর ৬ জন চিকিৎসককে এই কলেজে বদলি করে।
শিক্ষার্থীদের দাবী অভিজ্ঞ শিক্ষক থাকতেও অনভিজ্ঞ কয়েকজন চিকিৎসককে এখানে নিয়োগ দেয়া হয়েছে, যা শিক্ষার্থীদের দাবীর প্রতি প্রহসন।
তাই তারা প্রজ্ঞাপন না মেনে তাতে অগ্নিসংযোগ করেছে এবং সড়ক অবরোধ করেছে।
যতক্ষণ পর্যন্ত তাদের দাবী মানা না হবে ততক্ষণ পর্যন্ত তাদের আন্দোলন চলবে বলেও হুশিয়ারি দিয়েছে শিক্ষার্থীরা।