উপমহাদেশের সর্ববৃহৎ বরিশাল নগরীর কাউনিয়ায় এই মহাশ্মশানটি প্রায় ২০০ বছরের নতুন পুরনো মিলিয়ে মহাশ্মশানে ৬১ হাজারেরও বেশি সমাধি রছেছে।
এরমধ্যে ৫০ হাজারের অধিক পাকা, ১০ হাজার কাঁচা মঠ রয়েছে। এর মধ্যে ৯০০ মঠ রয়েছে যাদের স্বজনরা এই দেশে নেই। ভূত চতুর্দশীর পুন্য তিথীতে প্রতিবছর সনাতন ধর্মাবলম্বীরা তাদের প্রয়াত স্বজনদের সমাধিতে দীপ জ্বালিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
প্রিয়জনের স্মৃতির উদ্দেশ্যে জ্বালানো মোম বা প্রদীপের আলোয় আলোকিত হয়ে ওঠেছে পুরো শশ্মান।
পাশাপাশি প্রয়াত স্বজনদের সমাধিতে দেয়া হয়েছে ফুল ও প্রয়াতের পছন্দের নানা ধরনের খাবার। ভূত চতুর্দশীর পুন্য তিথি অনুযায়ী এই শ্মশানে চলে ’শ্মশান দীপালি। তিথির কারণে কোন কোন সময় দুই দিনব্যাপীও শ্মশান দিপালী পালিত হয়ে থাকে।
উপমহাদেশের সবচেয়ে বৃহত্তম ঐতিহ্যবাহী এ মহাশ্মশানটিতে লক্ষাধীক মানুষের সমাগম ঘটেছে। রাতভর প্রার্থনা হবে স্বজনদের আত্মার শান্তির জন্য। এই দীপাবলি উপলক্ষে মহাশ্মাশানের একাংশে বসেছে মেলা।