বরিশাল শের ই বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।
আগুন নিয়ন্ত্রনে কাজ করছে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট। প্রতক্ষ্যদর্শী, ফায়ারসার্ভিস ও হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, সকাল সাড়ে ৮ টার দিকে হাসপাতালের বর্ধিত নতুন মেডিসিন ভবনের নীচ তলায় আগুনের সূত্রপাত ঘটে।
নীচতলার স্টোররুমে বৈদ্যুতিক সট সার্কিটের কারনে আগুন লাগতে পারে বলে তাদের ধারণা।
এরপরপরই স্টোররুমে থাকা বেডের ফোমে আগুন লেগে যায়, মুহুর্তেই সেখানে ব্যপক অগ্নিকান্ড ও ধোয়ার সৃস্টি হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রনে আনতে পারলেও ধোয়ায় পুরো ভবন আচ্ছাদিত হয়ে পরে।
অগ্নিকান্ডের ঘটনায় রোগী এবং স্বজনরা আতঙ্কে ছোটাছুটি শুরু করে। ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মীরা হাসপাতাল ভবনের ওপর তলায় থাকা রোগীদের উদ্ধার করে মূল ভবনে স্থানান্তর করে।
তবে এই ঘটনায় কেউ হতাহত হয়েছে কিনা, সেটি নিশ্চিত করতে পারেনি কোন পক্ষ। ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক বেলাল হোসেন জানান, খবর পেয়েই তারা ঘটনাস্থলে ছুটে এসেছেন, বেলা সাড়ে ১১ টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে ধোয়া বের করার কাজ অব্যাহত রয়েছে।
হাসপাতালের সহকারী পরিচালক ডা. মাহমুদ বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রনে আসলে কেউ বা কতজন হতাহত হয়েছে তার সঠিক তথ্য নিশ্চিত হওয়া যাবে।