মানব পাচারকারী চক্রের ৩ সদস্য বরিশাল কাউনিয়া থানা পুলিশের জালে আটক হয়েছে।
এ ঘটনায় সংবাদ সম্মেলন করা হয়েছে। উপ-পুলিশ কমিশনার (উত্তর) রুনা লায়লা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ১৫ জানুয়ারি সন্ধ্যা অনুমান ৬ টায় ভিকটিম সেতু (১৩) (ছদ্মনাম) কে কোতয়ালী মডেল থানাধীন ৬নং ওয়ার্ডস্থ জনৈক খালেক মিয়ার বাসার ২য় তলা হইতে উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত ভিকটিম জানায়, মানব পাচারকারী একটি চক্র তাকে দিয়ে পতিতা বৃত্তি ও যৌনশোষনের উদ্দেশ্যে দুবাই পাচার করার জন্য ০১ জানুয়ারি দুপুরে কাউনিয়া থানাধীন শায়েস্তাবাদ খেয়াঘাট সংলগ্ন তাকে ফুসলাইয়া, ভুল বুঝাইয়া অপহরণ করে প্রথমে কোতয়ালী মডেল থানাধীন ৬নং ওয়ার্ডস্থ দপ্তরখানা এলাকায় জনৈক খালেক মিয়ার বাসার ২য় তলায় আটক রাখে।
পরে ২ তারিখ পাসপোর্ট করার জন্য ঢাকায় নিয়ে নকল ভোটার আইডি কার্ড তৈরি করে। পরবর্তীতে ০৩ জানুয়ারি তাকে ঢাকা থেকে বরিশালে নিয়ে এসে উপরে উল্লেখিত বাসায় আটক রেখে বিভিন্ন ভাবে শারীরিক ও মানষিক নির্যাতন করে।
পুনরায় ০৫ তারিখ বিবাদীরা ভিকটিমকে ঢাকায় নিয়ে ফিঙ্গার দিয়ে বরিশালে নিয়ে এসে বরিশালের উল্লেখিত ঠিকানায় ভিকটিমকে আটক রাখে।
ভিকটিমের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে কাউনিয়া থানা পুলিশ ১৬ তারিখ রাতে কোতয়ালী মডেল থানাধীন ৬নং ওয়ার্ডস্থ দপ্তরখানা এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনার সাথে সম্পৃক্ত মানব পাচারকারী চক্রের সদস্য, অপহরণকারী
অভিযুক্ত ১) সুইটি (২৭) ২) আল আমিন
(২৮) এবং ৩) জুথি বেগম (২৪) দেরকে গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত অভিযুক্তদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এ জাতীয় আরো খবর..