মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ০৭:৩৭ অপরাহ্ন

বরিশালে মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভ

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৪ বার

সাত দফা দাবির সমর্থনে ঢাকা-বরিশাল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ।

বুধবার (১৭ সেপ্টেম্বর) দুপুরে বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের সামনের মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা এ কর্মসূচি পালন করে।

প্রায় ঘণ্টাব্যাপী মহসড়ক অবরোধ থাকায় যান চলাচল বন্ধ হয়ে চরম ভোগান্তিতে পরেন যাত্রীরা।

বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, “আমরা ডিপ্লোমা প্রকৌশলীরা দীর্ঘদিন ধরে বৈষম্যের শিকার হচ্ছি। প্রশাসনের কাছে দাবি জানিয়েও সমাধান পাচ্ছি না।”

তারা আরও বলেন, “অসম কমিটি গঠন করে আমাদের পেশাগত সমস্যাগুলো উপেক্ষা করা হয়েছে। অন্যদিকে ডিগ্রি প্রকৌশলীদের অযৌক্তিক তিন দফা দাবি রাষ্ট্রপক্ষ বিবেচনা করছে, অথচ আমাদের যৌক্তিক দাবিগুলো বারবার উপেক্ষিত হচ্ছে।”

শিক্ষার্থী ফারজানা আক্তার পায়েল বলেন, “আমাদের এই আন্দোলন বেঁচে থাকার লড়াই। দাবি পূরণ না হলে আমরা ক্লাসে ফিরব না।”

শিক্ষার্থী রাশেদ বলেন, “প্রশাসনকে সময় দেয়া হয়েছে কিন্তু দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি ঘোষনা করা হবে।”

কারিগরি ছাত্র আন্দোলনের সভাপতি ইঞ্জিনিয়ার মাহফুজুল আলম মিঠু বলেন, “ডিপ্লোমা প্রকৌশলীদের হত্যার হুমকি দেওয়া হচ্ছে। এর দায় প্রশাসনকেই নিতে হবে। আমাদের সাত দফা বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”

শিক্ষার্থী শারমিন আক্তার বলেন, “আমরা রাজপথে নেমেছি বাধ্য হয়ে। সরকার যদি দ্রুত ব্যবস্থা না নেয়, এই আন্দোলন সারাদেশে ছড়িয়ে পড়বে।”

শিক্ষার্থী নাহিদ হাসান বলেন, “আমাদের দাবি বাস্তবায়ন হলে কেবল আমরা নয়; পুরো প্রকৌশলখাত উপকৃত হবে।”

শিক্ষার্থীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি পূরণ না হলে সারাদেশে একযোগে মহাসড়ক অবরোধসহ কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com