শুক্রবার, ০৪ এপ্রিল ২০২৫, ০৭:১৪ অপরাহ্ন
শিরোনাম :
অবৈধভাবে ভারতে পালিয়ে যাবার সময় ১১ জনকে আটক করেছে বিজিবি বরিশালে আবারও শিশু ধর্ষণের চেষ্টা: থানায় মামলা; আটক ১ বরিশালে তিনশ’ কেজি জাটকা জব্দ বরিশালে বিএনপির দুইপক্ষের সংঘর্ষে ২৫ জন আহত ঈদযাত্রায় সদরঘাটে নেই চিরচেনা হাকডাক বরিশালে সেনা সদস্যকে অপহরণ করে নির্যাতন : বিএন‌পি নেতাদের বিরুদ্ধে মামলা : গ্রেফতার ৩ কাশিপুর ইউপির ভিজিএফ চালের সব কার্ড বাতিল, নতুন তালিকার নির্দেশ ইউএনওর নাশকতার মামলায় নড়াইলের পৌরমেয়র আঞ্জুমানআরা ও যুবলীগের সেক্রেটারী জেল হাজতে ৬ দফা দাবীতে বরিশালে বিক্ষোভ সমাবেশ পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের কমিটি পুনর্গঠনের দাবিতে এনসিপি আহব্বায়ক নাহিদের সামনেই হট্টগোল

বরিশালে প্রবাসীর বসতঘর সহ মালামাল লুটের ঘটনায় ইতালি দূতাবাসে অভিযোগ

বরিশাল অফিস
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ৬ বার

ছাত্রদলের থেকে অব্যাহতি হওয়ার পর পুনরায় ওই পদ ফিরে পাওয়ার পরই বরিশাল মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম তরিক এর নেতৃত্বে সম্প্রতি এক ইতালি প্রবাসীর বসতবাড়ি দখল সহ মালামাল লুটপাট করার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় ৯ মার্চ ইতালি রাষ্ট্রদূতের দফতরে প্রবাসী নিজাম উদ্দিন অভিযোগ দেয়ায় ১০ মার্চ ঢাকা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব (শ্রম) আসিফ আনাম সিদ্দিকী ঘটনার বিবরণ তুলে ধরে সদয় অবগতির জন্য অনুলিপি প্রেরণ করা হয়েছে- বরিশাল জেলা প্রশাসক, বরিশাল পুলিশ সুপার, পররাষ্ট্র মন্ত্রণালয় পরিচালক (কনস্যুলার ও কল্যাণ) ও বরিশাল সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবর।

চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি সকালে নগরীর চাঁদমারি এলাকার মাদ্রাসা সড়কে এ বাড়ি দখল ও মালামাল লুটপাটের ঘটনা ঘটে।

মাজিদা বেগম বলেন, আমার মেয়ে ও মেয়ের জামাতা নিজাম উদ্দিন ইতালী প্রবাসী। বরিশালের চাঁদমারি মাদ্রাসা সড়ক তাদের একতলা বাড়ি আছে। তারা বিদেশে থাকায় আমি বাড়িতে থাকি এবং দেখাশুনা করি। হঠাৎ ২৫ ফেব্রুয়ারি সকালে বরিশাল মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম তরিক এক-দেড়শ লোকসহ মোটরসাইকেলের বহর নিয়ে এসে আমাকে বাড়ি ছেড়ে দিতে বলে। তারা গালাগালি করে আমাকে মারধরে উদ্যত হন।

ছাত্রদল নেতা তরিক

তাদের ভয়ে আমি বাড়ি ছেড়ে দিতে বাধ্য হই। পরবর্তীতে বাড়ির মালামাল লুটপাট করে বাড়িটি দখল করে নেয়।

তিনি আরো বলেন, ঘটনার আইনি পদক্ষেপ নিতে থানায় গেলে থানা থেকে কোন সহায়তা পাইনি। উলটো সেখানে গিয়ে দেখি তারিকুল ইসলাম তরিকসহ তার সহযোগীরা থানায় বসে আছে। তবে বাড়ি দখলের বিষয়ে তার মেয়ের জামাতা ইতালী রাষ্ট্রদূতের দপ্তরে অভিযোগ দাখিল করেছেন।

প্রবাসী নিজাম উদ্দিন জানান, পৈত্রিক সম্পত্তির আমার একক অংশে ২০১১ সালে সিটি কর্পোরেশনের অনুমতি নিয়ে ৪ তলা বিল্ডিংয়ের প্ল্যান পাস করিয়ে একতলার এক ইউনিট কমপ্লিট করে মা-বাবা এবং স্ত্রীকে নিয়ে বসবাস করে আসছিলাম।

আমার মা-বাবা মারা যাওয়ার পরে স্ত্রী সন্তানও ইতালিতে নিয়ে আসি। খালি বাড়িতে আমার শাশুড়ি ও এক পরিবার ভাড়াটিয়া ছিল। ছাত্রদল নেতা তরিক আমার পৈত্রিক বাড়িকে নির্মিত বাড়ি তার বোনের জামাতা জসীম উদ্দিনকে দখল করে দিয়েছেন। সে লোকজন নিয়ে এসে আমার শাশুড়িকে গালিগালাজ ও ঘরে লুটপাট করে নামিয়ে দেন। আমি এ ঘটনায় ইতালি রাষ্ট্রদূতের দফতরে অভিযোগ দিয়েছি।

অভিযোগ অস্বীকার করে ছাত্রদল নেতা তারিকুল ইসলাম তরিক বলেন, বাড়িটি নিয়ে দুই ভাই জসিম উদ্দিন ও নিজাম উদ্দিনের মধ্যে বিরোধ। তারা উভয়েই আমার আত্মীয়। এতদিন পুরো বাড়ি নিজাম উদ্দিন ব্যবহার করতেন। এখন সেখানে জসীম উদ্দিন উঠেছেন। এই ঘটনায় আমি সম্পৃক্ত না। আমাকে জড়িয়ে মিথ্যা তথ্য ছড়াচ্ছে। আর দল থেকে তাকে অন্যায়ভাবে দল থেকে বহিষ্কার করা হয়েছিল বলে জানান।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, আমি যতদূর জেনেছি বাড়ি দখলের কোন ঘটনা ঘটেনি। দুই ভাইয়ের মধ্যে জমি নিয়ে বিরোধ চলছে। পুরো বাড়ি দখল করে এক ভাই ছিল, এখন সেখানে আরেক ভাই উঠেছে।

মন্ত্রণালয় থেকে প্রেরিত অনুলিপিতে উল্লেখ রয়েছে- নগরীর চাঁদমারি এলাকার মাদ্রাসা সড়কের বাসিন্দা মৃত মহব্বত আলীর পুত্র ইতালি প্রবাসী জনাব জনাব নিজাম উদ্দিন। অভিযুক্ত জসিম উদ্দিন তার ভাই। অন্য অভিযুক্তরা হলেন- মেহেরুনেছা মিতু, তরিকুল ইসলাম তরিক, তৌহিদুল ইসলামসহ অজ্ঞাত প্রায় শতাধিক লোকজন। অভিযুক্তরা ঘটনার দিন জোরপূর্বক আবেদনকারীর বাসার গেট ভেঙ্গে ভাড়াটিয়া ও শাশুড়িকে মারধর করে বাড়ির মালামাল লুট করে বাড়ি দখল করে নেয়। এ ঘটনায় ৫ মার্চ বরিশাল কোতায়ালী থানায় একটি সাধারণ ডাইরি (জিডি) দায়ের করা হয়।

উল্লেখ্য, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও মিডিয়া সেলের সদস্য মোনায়েম মুন্নাকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নেতিবাচক মন্তব্য করায় ২০২৪ সালের ২১ মার্চ বরিশাল মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি তরিকুল ইসলাম তরিককে সংগঠন থেকে অব্যাহতি দেওয়ার হয়। যা ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক মো. জাহাঙ্গির আলম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল। অব্যাহতির আগে ১৮ মার্চ তারিককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। মাস কয়েক আগে তরিক কে পুনরায় পূর্বের পদে বহাল করা হয়।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com