বরিশালে নিষিদ্ধ পলিথিন ও পলিপ্রপাইলিন শপিংব্যাগের বিরুদ্ধে অভিযান করেছে জেলা প্রশাসন মোঃ দেলোয়ার হোসেন। আজ রোববার (৩ নভেম্দুবর) পুরে বরিশাল নগরীর নতুন বাজারে এ অভিযান চালানো হয়েছে।
এসময় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ বরিশাল পরিবেশ অধিদপ্তরের কর্মকতারাও উপস্থিত ছিলেন।
অভিযানে বেশ কয়েকটি দোকান থেকে নিষিদ্ধ পলিথিন জব্দ করা হলেও প্রাথমিক ভাবে তাদেরকে জেল জরিমানা করা হয়নী।
তবে সচেতনতামূক প্রচারনা চালানো হয়েছে। একই সাথে পরবর্তিতে পলিথিন পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোঃ দেলোয়ার হোসেন।