মঙ্গলবার, ০৫ অগাস্ট ২০২৫, ০৪:০৩ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে নানা আয়োজনে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠিত ক্রোমিয়াম বিষাক্ত, নাকি উপকারী? কম্বিনেশন ড্রাগ – একাধিক সমস্যার এক সমাধান দোকান ঘর নিয়ে খালের মধ্যে উল্টে পরেছে যাত্রীবাহি পরিবহন শেবাচিমের অব্যবস্থাপনা ও দুর্নীতির প্রতিবাদে টানা সপ্তম দিনের আন্দোলন বরিশাল মেহেন্দিগঞ্জে স্কুল ছাত্রী মরিয়ম হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন শেবামেকে চালু হলো হেমাটোলজি বহির্বিভাগের চিকিৎসা কার্যক্রম বরিশালে ডেঙ্গু আক্রান্তে একজনের মৃত্যু সুপ্রিম কোর্টের ভেতরে বৈধ অস্ত্রসহ বরিশাল বিএনপি সাধারণ সম্পাদক জিয়াসহ আটক ২ স্বেচ্ছাসেবক দল নেতাকে কুপিয়ে হত্যা : ৪০ জনের বিরুদ্ধে মামলা

বরিশালে নানা আয়োজনে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠিত

জাহিদ হোসেন জুয়েল ও মো. সাইফুল ইসলাম, বরিশাল
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫
  • ৪ বার

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা উপলক্ষ্যে জুলাই শহিদের কবরে পুষ্পস্তবক অর্পণ, গ্রাফিতি উদ্বোধন, জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা, আলোচনা সভা, র‌্যালী এবং জুলাই নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী অনুিষ্ঠত হয়েছে বরিশালে।

সকালে জুলাই শহিদের কবরে পুষ্পস্তবক অর্পণ, গ্রাফিতি উদ্বোধন করা করেন বরিশাল বিভাগীয় ও জেলা প্রশাসনের পক্ষ থেকে।

গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে বরিশালে র‌্যালি করেছে ইসলামী ছাত্রশিবির। দিবসটি উপলক্ষে নগরীর আমতলার মোড় এলাকায় জুলাই আন্দোলনের শহীদদের স্মরণে দেয়ালচিত্র ও সবুজায়ন কর্মসূচির উদ্বোধন করা হয়।

বরিশালের বাকেগঞ্জে র‌্যালী ও আলোচনা সভা করেছে কেন্দ্রীয় বিএনপির সাবেক সহ-সম্পাদক এ্যাডভোকেট নজরুল ইসলাম রাজন, গৌরনদীতে আলোচনায় অংশ নেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপনসহ বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

 

বরিশাল মহানগরসহ জেলার বাকেরগঞ্জ ও গৌরনদীতে দলীয় কর্মসূচির অংশ হিসেবে সভা সেমিনার অনুষ্ঠিত হয়। এছাড়াও বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় তিনি বলেন তারেক জিয়ার নির্দেশনা বাস্তবায়ন করে এদেশে গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে।

গণতন্ত্র চর্চার মাধ্যমেই দেশের শান্তি-শৃঙ্খলা ফিরে আসবে। সাধারণ মানুষ এই জন্মভূমিতে সুখ-শান্তিতে বসবাস করবে এটাই বিএনপির প্রত্যাশা।

আজ ‘৩৬ জুলাই’ (৫ আগস্ট) র‌্যালিতে শিবিরের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। র‌্যালিটি নগরীর নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সদর রোডে টাউন হলের সামনে শেষ হয়। এ সময় বাংলাদেশ ও মজলুম ফিলিনিস্তের পতাকা বহন, প্ল্যাকার্ড ও স্লোগানের মাধ্যমে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন র‌্যালিতে অংশগ্রহণকারীরা। এর আগে নতুল্লাবাদে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়।

সেখানে জুলাই আন্দোলনের প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত নতুল্লাবাদ চত্বরকে জুলাই চত্বর হিসেবে ঘোষনা করা হয়। পরে র‌্যালি শেষে সদর রোডে আবারও সমাবেশ করেন তারা।

নেতারা বলেন, আজকের দিনটি আজাদের দিন, মুক্তির দিন। গত বছর আমরা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছিলাম। আমাদের স্বাধীনতা এসেছে শহীদদের রক্তের বিনিময়ে।

এ সময় জুলাইয়ের চেতনা বুকে ধারণ করে এগিয়ে যাওয়ার কথা জানান তারা। এদিকে দিনটিকে কেন্দ্র করে বাংলাদেশ জামায়াতে ইসলামী , ইসলামি আন্দোলন বাংলাদেশ, এনসিপি, বাসদ সহ বিভিন্ন রাজনৈতিক দল নানা কর্মসূচীর আয়োজন করেছে। বরিশাল জেলা পরিষদের বাস্তবায়নে দেয়ালচিত্র প্রদর্শনীর উদ্বোধন করেন বরিশালের বিভাগীয় কমিশনার।

এরপর জুলাই আন্দোলনের বিভিন্ন চিত্র ফুটিয়ে তোলা দেয়ালচিত্র ঘুরে দেখেন জুলাই আন্দোলনে আহত যোদ্ধা, বিভাগীয় প্রশাসন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

 

এসময় তারা বলেন,বৈষম্য মুক্ত বাংলাদেশ বির্নিমানে তরুন প্রজন্ম ভূমিকা রাখবে। এছাড়া যে স্বপ্ন  নিয়ে জুলাই আন্দোলন হয়েছে  সেই আগামীর বাংলাদেশ হবে বৈষমীন দুর্নীতিমুক্তে এমন প্রত্যাশা আগতদের। ‎

এদিকে জুলাই গণঅভ্যুত্থানের এক বছর পূর্তিতে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে নগরীর শিল্পকলা একাডেমীতে আয়োজন করা হয়েছে আলোচনা সভা জুলাই যোদ্ধাদের সংবর্ধনা ও জুলাই নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী। বিকেলে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে গন মিছিল ও সমাবেশ করবে বাংলাদেশ জামাত ইসলামী বরিশাল মহানগর।

দিবসটি উপলক্ষে ইসলামী আন্দোলন বাংলাদেশ গণমিছিল বের করবে। এছাড়া জাতীয় নাগরীক পার্টি এনসিপি পদযাত্রা বের করবে।

ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের বর্ষপূর্তিতে বরিশালের গৌরনদীতে বিজয় মিছিল ও সমাবেশ করেছে গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলা বিএনপি।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য জহির উদ্দিন স্বপন। গৌরনদী বিএনপির আহ্বায়ক মুক্তিযোদ্ধা সৈয়দ সরোয়ার আলম বিপ্লবের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বরিশাল উত্তর জেলা বিএনপির আহবায়ক মুক্তিযোদ্ধা দেওয়ান মোহাম্মাদ শহীদুল্লাহ, সদস্য সচিব মোঃ মিজানুর রহমান খান মুকুল, মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ ইংল্যান্ড বিএনপির সভাপতি সৈয়দ বদরে আলম।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন আগৈলঝাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক সিকদার হাফিজুল ইসলাম, গৌরনদী বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির ভারপ্রাপ্ত আহ্ববায়ক শরীফ শফিকুর রহমান স্বপন, জেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম কাজল, গৌরনদীর শরীফ জহির সাজ্জাদ হান্নান, মোল্লা বশির আহমেদ পান্না, সাইয়্যেদুল আলম খান সেন্টু। অনুষ্ঠানের সঞ্চালনা করেন আগৈলঝাড়া উপজেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক শাহ্ মোঃ বখতিয়ার ও গৌরনদী পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান খোকন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com