বরিশালে নথুল্লাবাদে কেন্দ্রীয় বাস টার্মিনালের জেলা বাস মালিক গ্রুপের বিরুদ্ধে অপ-প্রচারের প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন নেতৃবৃন্দ।
রোববার (১০ আগস্ট) সকাল ১১ টায় বাস মালিক গ্রুপের সভাকক্ষে এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এসময় বাস মালিক গ্রুপের পক্ষে লিখিত বক্তব্যে সংগঠনের সাধারণ সম্পাদক মো: মনোয়ার হোসেন বলেন, গত ৭’ই আগষ্ট জাতীয় দৈনিক আমার দেশ, পরবর্তীতে বেশ কয়েকটি স্থানীয় পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে “বরিশালে বাসষ্টান্ডে বেপরোয়া চাঁদাবাজি বিএনপি নেতাদের” শিরোনামে যে সংবাদ প্রকাশিত হয়েছে তার কিছু অংশ অসত্য, বানোয়াট ও ভিত্তিহীন ।
তিনি জানান, বরিশাল নথুল্লাবাদ বাসস্ট্যান্ড কেন্দ্রীক মালিক গ্রুপের বর্তমান নেতৃতে থাকা মোঃ মোশারেফ হোসেন কখনোই কোন চাঁদাবাজির সাথে জড়িত ছিলেন না কিংবা বর্তমানেও নেই।
তিনি ইতিপূর্বেও এই বাসষ্টান্ডে মালিক সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক থাকাকালীন অতীব সুনামের সাথে নেতৃত্ব দিয়েছিলেন।
তবে ইতিপুর্বে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের দোসররা অস্ত্র ও ক্ষমতার দাপট দেখিয়ে জোরপূর্বক মালিক সমিতি দখলে নিয়ে দীর্ঘ বছর রামরাজত্ব কায়েম করে।
এ সময় সমিতির নিয়ম অনুযায়ী মোশারেফ হোসেনের মালিকানায় থাকা গাড়িও ২০১৭ সাথে বিক্রি করে দেন। এর আগে ১৯৮৬ সাল থেকে বরিশাল নথুল্লাবাদ বাসস্ট্যান্ডে প্রায় ৪১ বছর ব্যবসা করেন তিনি।
মনোয়ার আরও বলেন, এরপর ৫ই আগষ্ট ২০২৪ আওয়ামী লীগ সরকারের পতন হলে আমরা বরিশাল জেলা বাস মালিক গ্রুপের প্রায় সকল সদস্যরা চাঁদাবাজি ও অনৈতিক কর্মকান্ড বন্ধের উদ্দেশ্যে মোশারেফ হোসেনকে তার বাড়ি থেকে অনুরোধ করে নিয়ে এসে মালিক সমিতির নেতৃত্বে আসীন করি।
তবে মালিক গ্রুপের নিয়ম অনুযায়ী এধানের সদস্য হওয়ার শর্ত মোতাবেক মোশারেফ হোসেন পুনরায় একটি গাড়িও ক্রয় করেন।
এরপর গত বছরের ১৩ আগস্ট মালিক সমিতির সদস্য হন। এছাড়া সভাপতি হওয়ার জন্য দৌড়ঝাপ নয়, মোশারেফ হোসেন সব মালিকদের সম্মতিক্রমে ও নির্বাচনের মাধ্যমে গত ৯ই ফেব্রুয়ারি-২০২৫, বরিশাল জেলা বাস মালিক গ্রুপের সভাপতি নির্বাচিত হন।
তিনি বলেন, সংবাদের কিছু অংশে বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা এ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ারকে নিয়েও যে মন্তব্য করা হয়েছে তারও কোন ভিত্তি নেই।
কারন হিসেবে, মজিবর রহমান সরোয়ার কখনো তার পরিবারের সদস্য কিংবা ঘনিষ্ঠজনদের কোন অনৈতিক কার্যকলাপ করার সুযোগ দিতেন না। যা এখনো অব্যাহত রেখেছেন। তাছাড়া নথুল্লাবাদ বাস মালিক গ্রুপ কোন রাজনৈতিক সংগঠন নয়। এটি সম্পূর্ণ একটি ব্যাবসায়ীক সংগঠন বিধায় কোন রাজনৈতিক বিষয়ে আমাদের সংশ্লিষ্টতা নেই।
এদিকে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সংগঠনের সভাপতি মোঃ মোশারেফ হোসেন ও সাংগঠনিক সম্পাদক মিরাজ শিকদার ডালিমসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।