বরিশাল নগরীর ভাটার খাল বস্তিতে হামলা পাল্টা হামলার ঘটনায় আহত গৃহবধূ তিন সন্তানের জননী মায়া বেগম (৩৫) শেবাচিম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।
এ খবর ছড়িয়ে পরলে নিহতের স্বজন ও এলাকাবাসী হামলাকারীদের গ্রেপ্তারের দাবিতে রবিবার দিবাগত মধ্যরাতে পুলিশ কমিশনার কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিল করেছেন।
ভাটার খাল এলাকার বাসিন্দা ও মৃত মায়া বেগমের স্বামী রুহুল আমিন অভিযোগ করে বলেন, এলাকায় আধিপত্য বিস্তারের লক্ষ্যে গত ২৮ অক্টোবর দুপুরে তার (রুহুল) সহ স্থানীয় তানিয়া বেগম ও শিল্পী বেগমের ঘরে হামলা চালায় ভাটার খাল বস্তির বাসিন্দা মোবারক হোসেন জিদনী, লাদেন, হাসানসহ তাদের সহযোগিরা।
ওইসময় হামলাকারীরা মায়া বেগম, তানিয়া বেগম ও শিল্পী বেগমকে পিটিয়ে গুরুত্বর আহত করে। স্থানীয়দের সহায়তায় ওইদিনই আহতদের উদ্ধার করে বরিশাল শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রবিবার বিকেলে মায়া বেগমের মৃত্যু হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
অভিযোগের ব্যাপারে ভাটার খাল বস্তির বাসিন্দা মোবারক হোসেন জিদনী সাংবাদিকদের জানিয়েছেন, ঘটনারদিন রুহুল আমিন ও তার লোকজনে প্রথমে আমাদের ওপর হামলা চালিয়েছে। এসময় উভয়ের মধ্যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনা মোহাম্মদ শফিকুল ইসলাম বলেছেন, হাসপাতালে মৃত মায়া বেগমের স্বজনদের থানায় মামলা দায়ের করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি হামলাকারীদের গ্রেপ্তারের জন্য থানা পুলিশকে নির্দেশ দেওয়া হয়েছে।