বরিশালে দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন ও পরিচালনা শীর্ষক প্রকল্পের শিক্ষকদের রিফ্রেসার্স প্রশিক্ষণ এর উদ্বোধন করা হয়েছে।
আজ ২১ সেপ্টেম্বর রবিবার সকাল ১১ টায় ইসলামিক ফাউণ্ডেশন বরিশাল এর আয়োজনে ইসলামিক ফাউণ্ডেশন কাশিপুর এর হলরুমে দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন ও পরিচালনা শীর্ষক প্রকল্পের শিক্ষকদের ৩ দিনব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণের উদ্বোধন করা হয়।
উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত সচিব (উন্নয়ন) ধর্ম বিষয়ক মন্ত্রণালয় মুঃ আঃ আউয়াল হাওলাদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল জেলা প্রশাসক মোহাম্মদ দেলোয়ার হোসেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রকল্প পরিচালক দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা স্থাপন ও পরিচালনা শীর্ষক প্রকল্প ইসলামিক মোঃ আব্দুস সবুর, সহকারী কমিশনার মোঃ রবিউল হাসান ভূঁইয়া, পরিচালক ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয় কৃষিবিদ মোঃ নূরুল ইসলাম।
সংক্ষিপ্ত আলোচনায় অতিথিরা দারুল আরকাম ইবতেদায়ি মাদ্রাসা প্রকল্পের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরে আলোচনা করেন।