জেলার হিজলা উপজেলার মেঘনা ও কালাবদর নদীতে মৎস্য অধিদপ্তর এবং হিজলা কোস্টগার্ডের যৌথ অভিযানে মাছ ঘাট থেকে প্রায় তিনশ’ কেজি জাটকা জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে তথ্যের সত্যতা নিশ্চিত করে হিজলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আলম জানিয়েছেন, হিজলা উপজেলা নির্বাহী অফিসার মো. ইলিয়াস সিকদার ও হিজলা কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার আবুল কালাম আজাদের অভিযান চালিয়ে জব্দকৃত জাটকা বিভিন্ন এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়েছে।
একই অভিযানে জব্দকৃত অবৈধ চরঘেরা জাল পাতার প্রায় ২৫০টি খুঁটি পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।