ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বুধবার দুপুরে আব্দুল হান্নান মীর (৫৫) নামের এক গাঁজা বিক্রেতাকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচশ’ টাকা জরিমানা করা হয়েছে।
দন্ডপ্রাপ্ত হান্নান মীর জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর গ্রামের মৃত তাহের আলী মীরের ছেলে।
তথ্যের সত্যতা নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অফিস গৌরনদী সার্কেলের এসআই হৃদয় হাওলাদার জানান, মাদক বিক্রির গোপন সংবাদের ভিত্তিতে বুধবার সকালে ইউএনও মো. আবু আবদুল্লাহ খান ও সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেনের উপস্থিতিতে মাদক বিক্রেতা হান্নানের বাড়িতে অভিযান চালানো হয়।
এসময় বসতঘরের কলসের মধ্য থেকে ৭২ গ্রাম গাঁজাসহ হান্নানকে আটক করা হয়। দুপুরে আটককৃতকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এক বছরের বিনাশ্রম কারাদন্ড ও পাঁচশ’ টাকা জরিমানা করা হয়।
এছাড়া উদ্ধারকৃত গাঁজা পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজিব হোসেন।
দন্ডপ্রাপ্তকে বিকেলে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।