বরিশাল কোষ্টগার্ডের দক্ষিণ জোনের অভিযানে ১ কোটি ৫ লাখ টাকা মূল্যের ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়েছে। সকাল থেকে বরিশাল কীর্তণখোলা নদীর লঞ্চঘাট, চরকাউয়া, তালতলী বেলতলা সায়েস্তাবাদসহ বিভিন্ন স্থানে অভিযান চালায় কোষ্টগার্ড।
এ সময় অবৈধ ভাবে ইলিশ শিকারের জন্য নদীতে জাল ফেলে কিছু অসাধু জেলেরা।
কোষ্টগার্ডের বরিশালের ষ্টেশন অফিসার সোহেল রানার নেতৃত্বে অভিযান পরিচালনা কালে নদী থেকে কারেন্ট জালগুলো জব্দ করা হয়।
যদিও এসময় কোন জেলেকে পাওয়া যায়নী বলেও জানান কোষ্টগার্ড।