গণহত্যার দায়ে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধের দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি চলছে।
শুক্রবার রাত পৌঁনে ৮টার দিকে নগরীর অশ্বিনী কুমার হলের সামনে থেকে সর্বস্তরের ছাত্রজনতার ব্যানারে বিক্ষোভ মিছিল বের হয়।
মিছিল নিয়ে আন্দোলরতরা বরিশাল কেন্দ্রীয় বাসটার্মিনাল নথুল্লাবাদের ঢাকা-বরিশাল মহাসড়কে অবস্থান কর্মসূচি পালন করছে।
এসময় তারা জুলাই গণঅভ্যুত্থানের সময় ছাত্রজনতার উপর হামলায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে গণহত্যার দায়ে এদেশে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে।
পাশাপাশি গণহত্যায় জড়িতদের দ্রুত সময়ের মধ্যে বিচার করতে হবে। আওয়ামী লীগ এখনও দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। তাই দ্রুত বিচার নিশ্চিতের দাবি জানান বক্তারা।