শনিবার, ১৭ মে ২০২৫, ০৮:০৮ অপরাহ্ন

বরিশালে এসে মাতিয়ে গেলেন কণ্ঠশিল্পী কাজী শুভ

বরিশাল অফিস
  • আপডেট টাইম : শনিবার, ১৭ মে, ২০২৫
  • ১ বার

“ন্যাভাই বরিশাল-বরিশাল মোগো বরিশাল”সহ অসংখ্য লোকসংগীত গেয়ে দেশজুড়ে খ্যাতি অর্জন করা এ সময়ের প্রখ্যাত সংগীত শিল্পী কাজী শুভ নিজ জন্মভূমি জেলার গৌরনদীতে গান গেয়ে মঞ্চ মাতিয়েছেন।

শুক্রবার (১৬ মে) দিবাগত রাত নয়টায় উপজেলা অডিটোরিয়ামে বাংলাদেশ বেতারের আয়োজনে বহিরাঙ্গন অনুষ্ঠানে এ সংগীত শিল্পী গান গেয়ে মঞ্চ মাতিয়ে তোলেন।

অপরদিকে জনপ্রিয় সংগীত শিল্পী কাজীর শুভ’র গৌরনদীতে আসার খবরে সন্ধ্যায় উপজেলা পরিষদের অডিটোরিয়ামের কানায় কানায় পূর্ন হয়ে যায়। অনুষ্ঠানে তিনি জনপ্রিয় আঞ্চলিক গান “ন্যাভাই বরিশাল-বরিশাল মোগো বরিশাল, জীবন যৌবণ দিলাম শপি, মন পাজরেসহ বেশ কয়েকটি গান পরিবেশন করেন।

নিজ জন্মভূমিতে সংগীত পরিবেশনের সুযোগ করে দেওয়ায় বাংলাদেশ বেতারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী কাজী শুভ।

এর আগে ওইদিন বিকেলে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” শীর্ষক প্রকল্পের আওতায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও প্রকল্প পরিচালক ড. মোহাম্মদ আলতাফ উল-আলম।

বরিশালের জেলা প্রশাসক কার্যালয়ের অতিরিক্ত জেলা প্রশাসক উপমা ফারিসার সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, বাংলাদেশ বেতারের মহাপরিচালক এএসএম জাহিদ, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের যুগ্ন সচিব রিয়াসাত আল ওয়াসিফ, গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি, উপজেলা সহকারি কমিশনার ভূমি মো. রাজিব হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী, রাজনৈতিক, সামাজিক, মুক্তিযোদ্ধা ও সাংবাদিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে জনপ্রিয় কন্ঠশিল্পী কাজী শুভসহ বাংলাদেশ বেতারের নিয়মিত সংগীত শিল্পী মৌসুমি ইকবাল, অনন্যা আচার্য্য সংগীত পরিবেশন করেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com