বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ফরিদপুর ইউনিয়নের মধ্য ভাতশালা গ্রামে সুমন ফকির (৩০) নামের এক যুবক ঘরের খুঁটির সঙ্গে রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
শনিবার (২৬ এপ্রিল) রাত ৮ টায় মধ্য ভাতশালা গ্রামে তার নিজ বাড়িতে এ ঘটনা ঘটেছে। নিহত সুমন ফকির ভাতশালা গ্রামের মৃত আবদুল রশিদ ফকিরের পুত্র।
স্থানীয় মানুষ ও নিহতের পরিবার জানায়, বেসরকারি সংস্থার (ব্রাক) ঋণের টাকা পরিশোধের চাপে সুমন আত্মহত্যা করেছেন। পার্শ্ববর্তী উপজেলা বাউফলের কালিশুরি ব্র্যাক এনজিওর থেকে সুমন ফকির ২ লক্ষ ৫০ হাজার টাকা লোন নিয়েছিল।
বেশ কিছুদিন ধরেই সে ঐ লোনের টাকা পরিশোধ করতে পারেনি। কালিশুরি ব্রাক অফিসের মাঠকর্মী খালেদা বেগম শনিবার বিকেলে বাহিরের কয়েকজন লোক নিয়ে তার বাড়িতে অবস্থান করছিল।
এ সময় সুমন তাদের দেখে ঘরের দরজা বন্ধ করে ঘরের মধ্যে লুকিয়ে থাকে। সুমনকে বারবার ঘর থেকে বের হওয়ার জন্য হুমকি দিয়ে থাকেন এনজিও কর্মীরা। সন্ধ্যার পরে সুমনের বাড়ির লোকজন ঘরের জানলা দিয়ে দেখতে পায় সুমন গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে।
এ ব্যাপারে জানতে চাইলে ব্রাক’র কর্মী খালেদা বেগম জানান, তারা বিকেলে তার বাড়িতে গিয়েছিলেন লোনের টাকা আনার জন্য। ঘরের সামনে তালা মারা দেখে তখন তারা চলে আসেন। সুমন কেন আত্মহত্যা করেছে বিষয়টি আমাদের জানা নেই।
এ বিষয়ে বাকেরগঞ্জ থানা অফিসার ইনচার্জ মো: সফিকুল ইসলাম বলেন, আত্মহত্যার খবর পেয়ে তিনি ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। রবিবার নিহতের লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।