বরিশাল সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের চেয়ারম্যান একেএম আজিজ মাস্টার ইন্তেকাল করেছেন।
আজ মঙ্গলবার (২১ সেপ্টেম্বর) সন্ধা সাড়ে ৬ টায় রাজধানীর সেন্ট্রাল ইসলামি ব্যাংক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি সচিব সুভাষ চন্দ্র।
একেএম আ. আজিজ হাওলাদার (মাস্টার) চন্দ্রমোহন ইউনিয়নের ৪ বারের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করা অবস্থায় তিনি মৃতবরণ করেন।
তিনি বরিশাল সদর উপজেলা আ’লীগের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করতেন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী তিন ছেলে ও তিন কন্যা সন্তানসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।