বরিশালে শিশু ধর্ষণের অভিযোগে কোতোয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে এবং এই ঘটনায় অভিযুক্ত মনির হোসেন নামের একজনকে গ্রেফতার করা হয়েছে।
মনির হোসেন বরিশাল নগরীর বাজার আদি শ্মশান বস্তির বাসিন্দা। অপর দিকে নির্যাতনের শিকার শিশুটিকে মেডিকেল পরীক্ষা করার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মিজানুর রহমান বলেন সংবাদ পেয়েই ঘটনাস্থল থেকে অভিযুক্ত মনির কে আটক ও নির্যাতনের শিকার শিশুটিকে উদ্ধার করা হয়েছে।
রাতে শিশুটির বাবা বাদী হয়ে মামলা দায়ের করলে শিশুটিকে মেডিকেল পরীক্ষা করার জন্য বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।