দেশের ওষুধ শিল্পের অন্যতম পথিকৃৎ ও অপসোনিন গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মরহুম আবদুল খালেক খানের ২৭তম স্মরনানুষ্ঠানের আয়োজন করেছে দেশের অন্যতম প্রাচীন নাট্য সংগঠন খেয়ালী গ্রুপ থিয়েটার।
কর্মবীর আবদুল খালেক খান গণ পাঠাগার মিলনায়তনে অনুষ্ঠিত এই স্মরনানুষ্ঠানের সভাপতিত্ব করেন নাট্য সংগঠনটির সভাপতি সিরাজুম মুনির টিটু।
খেয়ালী সম্পাদক অপূর্ব কুমার রায়ের সঞ্চলনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন স্মরনানুষ্ঠান উদযাপন পরিষদের আহ্বায়ক প্রফেসর স.ম. ইমানুল হাকিম।
অনুষ্ঠানে আলোচনা করেন খেয়ালীর সাবেক সভাপতি নজরুল ইসলাম চুন্নু, সরকারি ব্রজমোহন কলেজের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর গোলাম মোর্শেদ, অপসোনিন কর্মকতা মোঃ নাজমুল হাসান টিপু, অধ্যাপক বিমল চক্রবর্তী, প্রফেসর গাজী জাহিদ হোসেন, শব্দাবলী সভাপতি ফারুক হোসন, বরিশাল প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন, অধ্যাপক টুনু কর্মকার, বাসুদেব ঘোষ বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মিন্টু কুমার কর প্রমূখ।
এর আগে অধ্যাপক উত্তম বড়াল এর নেতৃত্বে অনুষ্ঠানে সঙ্গিত পরিবেশন করে খেয়ালীর শিল্পীরা।
অনুষ্ঠানে কর্মবীর আবদুল খালেক খানের জীবনী পাঠ করেন নাট্যশিল্পী র্মোশেদা শ্রাবনী ও খেয়ালীর কথা পাঠ করেন অভিষেক চক্রবর্তী।
সভায় বক্তারা বলেন, ৫০ দশকে তিনি সুদূরপ্রসারী চিন্তা চেতনা দিয়ে দক্ষিনাঞ্চলের বরিশালে প্রতিষ্ঠিত করেছিলেন এ সেবাধর্মী প্রতিষ্ঠানটি।
আজ অপসোনিন কোম্পানীর উৎপাদিত ঔষধ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানী করে আসছে। প্রতিষ্ঠানটি আজ জাতীয় অর্থনীতিতে ব্যাপক ভুমিকা পালন করছে।