বরিশালে অগ্রণী ব্যাংকের ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত
বরিশালঃ অগ্রণী ব্যাংকের ২০২৫ সালের ব্যবসায়িক অগ্রগতি বাস্তবায়ন এবং ঋণ আদায় কার্যক্রম জোরদার করার লক্ষ্যে বরিশাল সার্কেলাধীন সকল অঞ্চল প্রধান, কর্পোরেট শাখা প্রধান, ও শাখা ব্যবস্থাপকদের নিয়ে ব্যবসায়িক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে বরিশালে।
আজ শুক্রবার (১৫ আগষ্ট) সকালে বরিশাল বিডিএস হলরুম অনুষ্ঠানে বরিশাল সার্কেলের মহাব্যবস্থাপক মোঃ জাহিদ ইকবাল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অগ্রণী ব্যাংক পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো: আনোয়ারুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক-৩ এর রুবানা পারভীন, মহাব্যবস্থাপক (অডিট) মোঃ ইখতিয়ার উদ্দিন, মহাব্যবস্থাপক (এইচআরপিডিওডি) মোঃ জালাল উদ্দিনসহ অন্যান্য কর্মকর্তারা।
সম্মেলনে ব্যবসায়িক খাতে প্রধান্য দিয়ে দারিত্ব বিমোচনে বাংলাদেশের সাধারণ মানুষের পাশে কিভাবে অগ্রণী ব্যাংক আরো জোড়ালো ভাবে ভুমিকা রাখতে পারে সে বিষয় শাখা ব্যবস্থাপকদের নির্দেশনা দেয়া হয়েছে।