বরিশাল সদর উপজেলার চর আবদানি গ্রামে মোঃ আনিসুর রহমান হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে কাউনিয়া থানা পুলিশ।
আজ দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) রুনা লায়লা।
তিনি জানান, চলতি বছরের ৩০ সেপ্টেম্বর চর আবদানি গ্রামে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় মামলার প্রধান আসামি আলভী একই এলাকার আনিসুর রহমানকে ছুরি আঘাত করে।
এতে সে গুরুতর আহত হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় আনিসুর রহমান মারা যায়।
এ ঘটনায় আনিসুর রহমানের স্ত্রী বাদী হয়ে তিনজনকে আসামি হয়ে করে কাউনিয়া থানায় মামলা দায়ের করেন।
মামলায় একজনকে আটক করা গেলে বাকি দুইজন নওগায় পলাতক ছিলো। এরপর গত ১৯ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে কাউনিয়া থানা পুলিশ নওগাঁয় অভিযান চালিয়ে আলভী ও ঝুমুরকে গ্রেফতার করে।
এসময় তাদের কাছ থেকে হত্যাকান্ডে ব্যবহারিত একটু চাকু সহ আলামত জব্দ করে। এঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।