২০২৩ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে বরিশাল সিটি কলেজে।
আজ শনিবার সকালে কলেজের হলরুমে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ সুজিত কুমার দেবনাথ এর সভাপতিত্বে ভার্চুয়ালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল সিটি কলেজ দিবা ও নৈশ এর সভাপতি মোঃ মশিউর রহমান খান।
এ সময় তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে ভার্চুয়ালি বিভিন্ন ধরনের উপদেশ মূলক বক্তব্য রাখেন।
এবং আগামী পরীক্ষায় কিভাবে অংশগ্রহণ করে সফলতার সাথে নিজের জীবন ও কলেজের মান উন্নয়ন করা যায় সে বিষয়ক কথা বলেন তিনি।
তিনি আরো বলেন বরিশালের প্রাণকেন্দ্রে অবস্থিত সিটি কলেজ আগামী দিনে শুধু বরিশাল নয় দেশের মধ্যে যেন শিক্ষার মান উন্নয়ন করতে পারে এবং কলেজের সকল ব্যবস্থা যেন উন্নয়ন হয় সে ব্যাপারে সকলের সতর্কতার সাথে শিক্ষা দান ও শিক্ষা গ্রহণ করার কথা জানান তিনি।
পরে চুয়ালি বিদায়ী শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন কলেজের সভাপতি মোঃ মশিউর রহমান খান। এ সময় গভর্নিংবডি সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন এ্যাডভোকেট দেলোয়ার হোসেন মুন্সি, স্বাধীনতা শিক্ষক পরিষদের সভাপতি মোঃ মিজানুর রহমান, অভিভাবক সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ রফিকুল ইসলাম, সদস্য শুভাশিস ঘোষ বাপ্পি, বিশ্বজিৎ দত্ত ও নুরুল ইসলাম।
পরে দোয়া মোনাজাত পরিচালনা করেন বরিশাল মহানগর ইমাম সমিতির সভাপতি হাফেজ মাওলানা মাহমুদুল হাসান আনসারী।
এ বছর এই কলেজ থেকে ২৮৫ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করবে।