বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার প্রায় ৬ কিলোমিটার মেঘনা ও ইলিশা নদীতে বিলীন হয়ে গেছে।
সকালে তাই টেকসই উন্নয়ন প্রকল্পের দাবিতে নদীর তীরবর্তীতে মানববন্ধন করেছে গোটা উপজেলা বাসি। একই সাথে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক বরাবরে লিখিত আবেদন দেয়া হয়েছে।
এলাকাবাসী জানান, মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া ইউনিয়নের চাঁদপুর ইউনিয় শুকনা কাঠি গ্রামের ফজরগঞ্জ নতুন লঞ্চ ঘাট সাদেকপুর লঞ্চঘাট পর্যন্ত বেষ্টিত এলাকা বিলীন হয়ে গিয়েছে নদীগর্ভে।
প্রতিবছরই গ্রামের অনেক কৃষি জমি, সুপারি বাগান থেকে শুরু করে ঘরবাড়ি বিলীন হয়ে যাচ্ছে নদীতে। ফলে অর্থনৈতিক ও আবাসিক তীব্র সংকটে পড়ছে এলাকাবাসী। এ থেকে বাদ নেই মসজিদ-মাদ্রাসা স্কুল কলেজ সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান।
উন্নয়ন প্রকল্পে বেশ কয়েকটি বিদ্যালয় করা হলেও সেগুলো এখন নদী গর্ভে চলে গিয়েছে। নদী ভাঙ্গন হতে রক্ষাকল্পে সরকারিভাবে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার ও দাবী জানান এই এলাকার সাধারণ বাসিন্দারা। এদিকে এলাকাবাসীর মানববন্ধন অংশ নেন। পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী শফিকুল ইসলাম।
উপদেষ্টা পরিষদের নৌ ও পাট বস্ত্র মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল এম. সাখাওয়াত হোসেনের ছোট ভাই হেমায়েত উদ্দিন সোহরাব এই এলাকার বাসিন্দা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ইঞ্জিনিয়ার মাহেব হোসেন বরিশাল পানি উন্নয়ন বোর্ডের পদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। এ সময় তারা টেকসই নির্মাণসহ ভাঙ্গন প্রতিরোধে প্রয়োজনে ব্যবস্থা গ্রহণ করার আশ্বাস দেন এলাকাবাসীকে।