বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানার লতা ইউনিয়নের কাদিরাবাদ গ্রামের আলিখার হাট মসজিদে আছর নামাজের পূর্বে কালেকশনের টাকানিয়ে দ্বন্দ্বের জেরে তিনজনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষের মুসল্লিরা। আহতদের উদ্ধার করে পাশ্ববর্তী মুলাদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
স্থানীয় ও আহতদের সূত্রে জানা গেছে, শুক্রবার দুপুরে আলিখার হাট মসজিদের ইমামের বেতনের মাসিক টাকা কালেকশনের জন্য সিরাজ বেপারির নিকট যায় কমিটির সদস্য বাহাউদ্দীন মিয়ার ভাতিজা রাকিব মিয়া। তখন সিরাজ বেপারী রাকিবকে টাকা না দিয়ে মারধর করে। পরে জদিও বিষয়টি সমাধা হয়।
বিষয়টি নিয়ে দুটি গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়। বিকেলে আছর নামাজের পূর্বে সিরাজ বেপারী মেয়ে জামাই নয়ন ও মাইনুলসহ ১০/১২ জন ধারালো অস্ত্র নিয়ে ইমামের টাকা কালেকশনে যায়া রাকিবের বাড়ীতে হামলা করে রাকিবের বাবা গিয়াস উদ্দিন মিয়া ৬০, চাচা বাহাউদ্দীন মিয়া ৫৫, রাকিবের বড়ভাই বজলু মিয়া ৩৫ ও রাকিব মিয়াক কুপিয়ে গুরুতর জখম করে।
পরে স্থানীয়রা আহত ৪ জনকে উদ্ধার করে পাশ্ববর্তী মুলাদী উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে ভর্তি করে। কর্তব্যরত চিকিৎসক বজলু মিয়ার অবস্থা আশংকা জনক দেখে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে।
আহত বাহাউদ্দীন মিয়া জানান, সিরাজ বেপারির কাছে রাকিব মসজিদের ইমাম এর মাসিক বেতনের ধার্য্য টাকা কালেকশন করতে গেলে তোকে টাকা দিব কেন তুই কে ইমাম সাহেব আসবে।
খয়রাতির ছেলে খয়রাত করতে নামছে বলে গালিগালাজ করলে রাকিব প্রতিবাদ করলে তাকে মারধর করে। বিয়টি নিয়ে ফয়সালা হওয়ার পর বিকেলে সিরাজ বেপারী তার দুই মেয়ের জামাতাদের নিয়ে আমাদের বাড়ীতে হামলা করে আমাদের কুপিয়ে জখম করেছে।