শনিবার, ১৯ জুলাই ২০২৫, ০১:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
ভারত থেকে শেখ হাসিনা তার লোকজনকে নির্দেশ দিয়েছে এনসিপির নেতাকর্মীদের যেকোনো মূল্যে গোপালগঞ্জে যেতে দেয়া যাবে না-রিজভী যুক্তরাষ্ট্রে পিএইচডি সুযোগ—মনিকে সংবর্ধনা দিল হাবিপ্রবির রসায়ন সমিতি বরিশালে এনসিপির বিক্ষোভ নোবিপ্রবিতে মৎস্য ও সমুদ্রবিজ্ঞান বিভাগের আয়োজনে আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত নোবিপ্রবিতে ছাত্রদলের বৃক্ষরোপণ কর্মসূচি পালিত জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি : শিক্ষার্থীদের চিত্রাঙ্কন অংকন প্রতিযোগিতা আমরা আবারও গোপালগঞ্জ যাবো, এই যাওয়া শেষ যাওয়া নয় : ফরিদপুরে নাহিদ ইসলাম নোবিপ্রবিতে শিক্ষক নিয়োগে নানা প্রশ্ন বিদেশি শিক্ষার্থীর কক্ষের ছাউনি থেকে দেশীয় অস্ত্র উদ্ধার বরিশালে যুবদল নিজেরাই নিজেদের মারে

বরগুনার শ্যালিকাকে ধর্ষনে ব্যর্থ হয়ে জোড়া খুন; দুলাভাইয়ের মৃতুদন্ড

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : রবিবার, ২৭ এপ্রিল, ২০২৫
  • ২৫ বার

আপন শ্যালিকাকে ধর্ষণে ব্যর্থ হয়ে নারীকে জখম ও দুই শিশুকে হত্যার দায়ে আসামী দুলাভাই ইলিয়াসকে মৃত্যুদন্ড ও এক লাখ টাকা অর্থদন্ডের রায় দিয়েছেন বরগুনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল।

রোববার সকালে ওই ট্রাইব্যুনালের বিচারক জেলা ও দায়রা জজ বেগম লায়লাতুল ফেরদৌস এ আদেশ দিয়েছেন।

আসামী হলো, বরগুনা সদর উপজেলার আয়লাপাতাকাটা ইউনিয়নের পূর্ব কেওরাবুনিয়া গ্রামের মৃত আবুল হোসেন পহলানের ছেলে মোঃ ইলিয়াস পহলান। (৩৫)। রায় ঘোষনার সময় আসামী আদালতে উপস্থিত ছিল।

এ তথ্য নিশ্চিত করেছেন বিশেষ রনজুয়ারা সিপু।

বরগুনা সদর উপজেলার ফুলঝুড়ি ইউনিয়নের গুদিঘাটা গ্রামের গৃহবধু রিগানের ভাই রিপন সরদার বরগুনা থানায় ২০২৩ সালে ৪ আগস্ট অভিযোগ করেন, তার বোন রিগান তিন বছরের শিশু তাইফাকে নিয়ে তাদের পৈত্রিক পশ্চিম ভিটির টিনের বসত ঘরের বসবাস করেন। পাকুরগাছিয়া গ্রামের খবির হাওলাদারের ছেলে মোঃ হাফিজুল (১০) তার বোনের ঘরে থেকে রোডপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় পড়াশোনা করে। রাতে বাদির বোনকে হাফিজুল পাহারা দেয়। রিগানের স্বামী ঢাকা থাকে। ঘটনার দিন ২০২৩ সালের ৩ আগস্ট রাত ১২ টার পরে হাফিজুল বাদির বোনের ঘরে ঘুমে ছিল। পরের দিন সকালে বাদির বড় বোন মোর্শেদা ফোনে তাকে জানায়, কে বা কারা রাতের অন্ধকারে মোঃ হাফিজুলকে কুপিয়ে হত্যা করেছে। বাদির বোন রিগান ও তার শিশু কন্যা তাইফাকে কুপিয়ে গুরুত্বর জখম করেছে। তাদের অবস্থা আশঙ্কাজনক। চিকিসারত অবস্থায় রিগানের সন্তান তাইফাও মারা যায়। বাদি সংবাদ পেয়ে ৪ আগস্ট বাড়ি এসে বরগুনা থানায় অভিযোগ দেয়। বাদি আরও অভিযোগ করে মৃত্যুদন্ড প্রাপ্ত আসামী মোঃ ইলিয়াস পহলান তার বড় বোনের জামাতা। রিগানকে ধর্ষণ করতে ইলিয়াস পহলান রিগানের বসত ঘরে রাতে কৌশলে প্রবেশ করে। রিগান ডাক চিৎকার দিলে হাফিজুলের ঘুম ভেঙ্গে যায়। রিগানকে রক্ষা করতে হাফিজুল এগিয়ে যায়। এ সময় ইলিয়াস ধারালো দা দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তিনজনকে জখম করে। রিগান মারাত্মক আহত হলেও দুই শিশু মারা যায়।

পুলিশ তদন্ত করে ইলিয়াসের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়।

আদালত তিনটি ধারায় বিভিন্ন মেয়াদের সাজা দেয়। বিচারক রায়ে উল্লেখ করেন, ইলিয়াস ভিকটিম রিগানকে ধর্ষনের উদ্দেশ্যে তার ঘরে ঢুকে ধর্ষন করতে বাধার সম্মুখিন হয়ে সেখানে উপস্থিত ১০ বছরের শিশু হাফিজুল ও তিন বছরের শিশু তাইফাকে উপর্যুপরি একাধিক কোপ দিয়ে হত্যা করে। আসামী দুটি হত্যাকান্ড সংঘটিত করায় তাকে দোষী সাব্যস্থ্য করে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ডে এবং এক লাখ টাকা অর্থদন্ডে দন্ডিত করে। ফঁসিতে ঝুলিয়ে আসামীর মৃত্যুদন্ড কার্যকর করার জন্য সংশ্লিষ্ট জেল সুপারকে নির্দেশ দিয়েছেন। বাংলাদেশ সুপ্রীমকোর্ট হাইকোর্ট বিভাগ কর্তৃক মৃত্যুদন্ড বহাল রাখা সাপেক্ষে মৃত্যু না হওয়া পর্যন্ত তাকে গলায় রশি দ্বারা ঝুলিয়ে ফাঁসি (মৃত্যুদন্ড) কার্যকর করতে হবে।

রাস্ট্র পক্ষে বিশেষ পিপি রনজুয়ারা সিপু বলেন, এই যুগান্তকারী রায়ে বাদি ও রাস্ট্র সন্তোষ্ট। আসামীর আইনজীবী না থাকায় আদালত আইনজীবী এম মজিবুল হক কিসলুকে ইলিয়াসের পক্ষে মামলা পরিচালনার জন্য নিয়োগ দেয়। তিনি বলেন, আমি সাধ্যমত মামলা পরিচালনার চেস্টা করেছি। আসামী জেল কোড অনুযায়ী হাই কোর্টে আপীল করতে পারবেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com