প্রফেসর ড সুচিতা শরমিনকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদ থেকে অব্যহতি দিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ফলিত রসায়ন ও ক্যামিকৌশল বিভাগের অধ্যাপক ড মোহাম্মদ তৌফিক আলমকে অন্তর্বর্তীকালীন উপাচার্য নিয়োগ করা হয়েছে।
একই সাথে প্রোভিসি অধ্যাপক ড গোলাম রাব্বানী ও ট্রেজারার অধ্যাপক ড মো মামুন অর রশিদকেও তাদের দায়িত্ব থেকে অব্যহতি প্রদান করা হয়েছে।
নিশ্চিত করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের গণসংযোগ কর্মকর্তা ফসসাল মাহমুদ।
তিনি জানান, রাষ্ট্রপতির আদেশক্রমে শিক্ষা মন্ত্রনালয়ের সিনিয়র সহকারী সচিব এএসএম কাসেম সাক্ষরিত পৃথক চারটি প্রজ্ঞাপন জারী করা হয়।
একইসাথে প্রফেসর ড সুচিতা শরমিন, প্রফেসর ড গোলাম রাব্বানী ও প্রফেসর ড মো মামুন অর রশিদ তাদের মূলপদে যোগদান করবেন।
একইসাথে প্রজ্ঞাপনে বলা হয়েছে জনস্বার্থে এই আদেশ জারী করা হয়েছে এবং অবিলম্বে এই আদেশ কার্যকর করা হবে।
গত ২৮ দিন ধরে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথমে ২২ দফা পরে চার দফা দাবিতে আন্দোলন করে আসছেন। দাবি পূরণ না হওয়ায় তারা উপাচার্য অপসারণের এক দফা দাবিতে আন্দোলন চালাচ্ছেন শিক্ষার্থীরা। আন্দোলনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কার্যক্রম শাটডাউন, উপাচার্যের বাসভবনে তালা ও একাডেমিক শাটডাউন করা হয়।
পরে সোমবার রাতে আমরন অনশনে যায় শিক্ষার্থীরা। এতে ৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ে। পরে দাবী আদায়ে আমরন অনশনের পাশাপাশি মঙ্গলবার বিকাল ৫টায় বিশ্ববিদ্যালয়ের সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। যার ফলে রাস্তার দু’ধারে অসংখ্য যানবাহন আটকা পড়ে। পরে রাত ৯ টায় সড়ক অবরোধ ছেড়ে দেয়া হয়। এরপরই খবর আসে উপাচার্য প্রফেসর ড সুচিতা শরমিনের অব্যহতির।
এরপরই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসজুড়ে শুরু হয় আনন্দ মিছিল।
শিক্ষার্থীরা জানান, ববির ভিসি, প্রোভিসি ও ট্রেজারারকে অব্যহতি, অন্তর্বর্তীকালীন উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ তৌফিক আলমকে নিয়োগ প্রদান করায় খুশি তারা।