রবিবার, ১০ অগাস্ট ২০২৫, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
বরিশালে নথুল্লাবাদে জেলা বাস মালিক গ্রুপের বিরুদ্ধে অপ-প্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন আগামী নির্বাচন হবে ভারতের বিপক্ষে : শায়খে চরমোনাই জনগণের প্রত্যাশা পূরণের জন্যই তারেক রহমানের ৩১ দফা- বরিশালে কাজী রওনাকুল ইসলাম টিপু ছাত্র জনতার আন্দোলনে ব্লকেড বরিশাল রসায়নের ভবিষ্যৎ–AI ও রসায়নের সংযোগ শের-ই-বাংলা মেডিকেল কলেজসহ দেশের সকল সরকারি হাসপাতালের অব্যবস্থাপনা এবং স্বাস্থ্যখাত সংস্কারের দাবিতে বরিশালে আন্দোলনের ১৪তম অতিবাহিত বাকেরগঞ্জ  নিয়ামতি ও পার্দীশিবপুর ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত তুহিনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে প্রতিবাদ সমাবেশ খেলাফত মজলিসের বরিশালের ২১ আসনে প্রার্থী ঘোষণা বরিশালের কাজিরহাটে প্রতিপক্ষের উপর অতর্কিত হামলার অভিযোগে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

ববির ছাত্রী লাঞ্ছিত, প্রধান আসামী মাদারীপুরে গ্রেফতার

বরিশাল অফিস
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৩ জানুয়ারী, ২০২২
  • ১৮১ বার

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে দায়েরকৃত মামলার প্রধান আসামি জাহিদ হোসেন জয়কে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার (১২ জানুয়ারি) রাত ৮টায় মাদারীপুর থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম আজ বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার রাতে শ্লীলতাহানির অভিযোগে মামলা দায়ের করে ওই ছাত্রীর স্বামী সোহাগ হাসান।

পুলিশ জানিয়েছে, প্রধান অভিযুক্ত জাহিদ হোসেন জয়কে ঘটনার পর থেকে বারবার অবস্থান পরিবর্তনের ফলে তাকে ধরা সম্ভব হচ্ছিল না। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির মাধ্যমে মাদারীপুর থেকে গ্রেফতার করা হয় তাকে।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. খোরশেদ আলম বলেন, এ ধরণের ঘটনায় আমি মর্মাহত। এমনকি রাতে আমি ঘুমাতেও পারিনি।

প্রসঙ্গত, গত মঙ্গলবার (১১ জানুয়ারি) বিকেলে বরিশাল বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের ছাত্রী তার স্বামী সোহাগ হাসানের সঙ্গে বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় ঘুরতে যান।

দু’জন কথা বলার কিছু সময় পর স্থানীয় চর আইচা গ্রামের ফারুক হাওলাদারের ছেলে জাহিদ হাসান জয় তার আধিপত্য দেখিয়ে ওই ছাত্রীর কাছে ওখানে যাওয়ার কারণ জানতে চান।

কথাকাটাকাটি একপর্যায়ে ওই যুবক বিশ্ববিদ্যালয়ের ওই শিক্ষার্থীকে চড় মারেন এবং যার নেতৃত্ব দেন স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য লিটন ও তার সহযোগীরা।

খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষার্থী ঘটনাস্থলে পৌঁছালে তারা পিছু হটতে বাধ্য হন। পরবর্তীতে ঘটনা জানাজানি হলে রাত সাড়ে ৭টায় শিক্ষার্থীরা বিক্ষুব্ধ হয়ে স্থানীয় ইউপি সদস্যের বাড়িতে ইটপাটকেল ছুড়ে এবং কিছু সময়ের জন্য মহাসড়ক অবরোধ করে রাখে।

পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আশ্বাসে বুধবার (১২ জানুয়ারি) সকাল ১০টা পর্যন্ত সময় বেঁধে দিয়ে শিক্ষার্থীরা আন্দোলন থেকে সরে আসেন।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com