“অপারেশন নির্মূল” এর আওতায় নিয়মিত পেট্রোলিং চলাকালে বঙ্গোপসাগরের গভীরে ভারতীয় পতাকা বাহি দুটি ফিশিং ট্রলার এবং ৩১ জন জেলে ও মাছ সহ আটক করেছে বাংলাদেশ নৌ বাহিনী।
১৫ অক্টোবর বিকেলে যুদ্ধজাহাজ বিএনএস শহীদ আখতার উদ্দিনে কর্মরত নৌ বাহিনীর সদস্যরা ট্রলার দুটি আটক করে পটুয়াখালীর পায়রা বন্দরের সার্ভিস জেটিতে নিয়ে আসে।
পরে ১৬ অক্টোবর সকালে পায়রাবন্দরের সার্ভিস জেটিতে প্রেস ব্রিফিং কালে জাহাজের অধিনায়ক লেঃ কমান্ডার মোহাম্মদ মসিউল ইসলাম জানান, বঙ্গোপসাগরে নিয়মিত পেট্রোল চলাকালে রাডারে সন্দেহজনক ট্রলারের উপস্থিতি লক্ষ্য করা যায়।
ট্রলার দুটির তথ্যাদি বিশ্লেষণ করে বিদেশী পতাকা বাহি ট্রলার হিসেবে সনাক্ত করা হয়। এ সময় ট্রলার দুটি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে নৌ বাহিনীর জাহাজ ধাওয়া করে ফিশিং ট্রলার দুটিকে বাংলাদেশের জলসীমার অভ্যন্তরে আটক করতে সক্ষম হয়।
আটককৃত ট্রলার দুটিতে মোট ৩১ জন সদস্য ছিল তারা সবাই বিদেশি নাগরিক।
আটককৃত দুটি ট্রলার পটুয়াখালীর জলসিমায় নিয়ে আসা হয় এবং আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য আটককৃত ট্রলার ও জেলেদের কলাপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে বলে তিনি জানিয়েছেন।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জুযেল ইসলাম জানান, আটককৃত জেলেদের বাড়ি ভারতের পশ্চিমবঙ্গে। তাদের বিরুদ্ধে যথাযথ আইনাগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।