বৃহস্পতিবার, ০৫ ডিসেম্বর ২০২৪, ০১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
IEEE হাবিপ্রবি শাখার Solidwork শীর্ষক কর্মশালার ৪র্থ দিনের প্রশিক্ষণ সম্পন্ন IEEE হাবিপ্রবি শাখার Solidwork শীর্ষক কর্মশালার ৩য় দিনের প্রশিক্ষণ সম্পন্ন  এই উপমহাদেশের মধ্যে বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ- উপদেষ্টা এম শাখাওয়াত হাবিপ্রবিতে এক্টিভেশন প্রোগ্রাম ফর ডিজিটাল স্কিলস ফর স্টুডেন্টস শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা বাংলাদেশ নৌবাহিনী আজ একটি আধুনিক ত্রিমাত্রিক নৌ বাহিনী দুই বছরের অধিক সময় ধরে কোষাধ্যক্ষ শূন্য হাবিপ্রবি বরিশাল শের ই বাংলা মেডিকেলের বর্ষপূর্তিতে জমকালো আয়োজন বিএম কলেজকে স্বতন্ত্র শিক্ষা প্রতিষ্ঠান করার দাবিতে বিক্ষোভ বরিশালের হত্যা মামলার এজাহারভুক্ত সকল আসামি গ্রেফতার-ডিসি রুনা লায়লা বরিশালে গণধর্ষণ ও হত্যা মামলায় ২ জনকে ফাঁসির আদেশ

ফ্যাসিস্ট সরকারের ১৬ বছরের শাসনে বরগুনা মাদকের অঙ্গরাজ্যে পরিণত হয়েছে: পীর সাহেব, কেওরাবুনিয়া

ডেস্ক রিপোর্ট
  • আপডেট টাইম : শনিবার, ১২ অক্টোবর, ২০২৪
  • ১৬ বার

ফ্যাসিস্ট সরকারের দীর্ঘ ১৬ বছরের শাসনে বরগুনা মাদকের অঙ্গরাজ্যে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের বরগুনা জেলা উপদেষ্টা আলহাজ্ব হযরত মাওলানা মাহমুদুল হাসান অলিউল্লাহ (পীর সাহেব, কেওরাবুনিয়া)।

তিনি বলেন, “মাদক ও সন্ত্রাসের কারণে এই অঞ্চলে একের পর এক অপরাধ সংঘটিত হয়েছে, যার অন্যতম উদাহরণ রিফাত শরীফ হত্যাকাণ্ড।”

শুক্রবার (১১ অক্টোবর) বিকেল ৫ টাযর দিকে বরগুনা সদর উপজেলার ২ নং গৌরচন্না ইউনিয়নে ইসলামী আন্দোলন বাংলাদেশের ৯ দফা বাস্তবায়নের দাবিতে গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধান অতিথির বক্তব্যে পীর সাহেব কেওরাবুনিয়া আরও বলেন, “বরগুনায় আলোচিত রিফাত হত্যাকাণ্ড এবং নয়ন বন্ডকে ক্রসফায়ারে হত্যা—সবই মাদক ব্যবসার নেপথ্যে সংঘটিত হয়েছে। সাবেক সংসদ সদস্যের পুত্রের যোগসাজশ ছিল এসব অপরাধে, যা জনগণের কাছে স্পষ্ট।”

তিনি বলেন, “ইসলামী আন্দোলন বাংলাদেশের বরগুনায় শক্তিশালী অবস্থান ছিল এবং আছে। ১৯৯১, ১৯৯৬, ও ২০০৮ সালের নির্বাচনে আমাদের প্রার্থীরা তুমুল প্রতিদ্বন্দ্বিতা করেছেন। কিন্তু সূক্ষ্ম কারচুপির মাধ্যমে তখনকার প্রার্থী মরহুম মাওলানা আবদুর রশিদ (পীর সাহেব কেওরাবুনিয়া) কে পরাজিত করা হয়। আমাদের লক্ষ্য হচ্ছে ভবিষ্যতে বরগুনা সদর আসন পুনরুদ্ধার করা এবং মাদক ও সন্ত্রাসমুক্ত একটি সমাজ গড়ে তোলা।”

পীর সাহেব কর্মীদের উদ্দেশ্যে বলেন, “আপনাদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। বরগুনাকে মাদকমুক্ত করতে হবে, সন্ত্রাসের হাত থেকে রক্ষা করতে হবে এবং শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশের ৯ দফা বাস্তবায়নের মাধ্যমে আমরা একটি সুস্থ ও কল্যাণকর সমাজ প্রতিষ্ঠা করতে পারব।”

গণসমাবেশে সভাপতিত্ব করেন ২ নং গৌরচন্না ইউনিয়নের ইসলামী আন্দোলনের সভাপতি সাংবাদিক গোলাম হায়দার স্বপন এবং সঞ্চালনা করেন সেক্রেটারি গোলাম হায়দার মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,ইসলামী আন্দোলনের বরগুনা জেলা উপদেষ্টা মাওলানা আব্দুল কাদের (পীর সাহেব ভাওয়ালকার), মাওলানা আবু সালেহ, মাওলানা মিজানুর রহমান কাসেমী, মাওলানা আব্দুর শাকুর সহ ইসলামী আন্দোলনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..
© All rights reserved © 2021 anondobarta24.com
Theme Dwonload From ThemesBazar.Com