নকল ম্যাসেঞ্জার চ্যাটের মাধ্যমে হবিগঞ্জর সদর উপজেলা চেয়ারম্যান ও এফবিসিসিআইর পরিচালক সেজে এক তরুনীকে হুমকী দেয়ার অপরাধে আল ইসলাম নেহাল নামে এক তরুনকে হবিগঞ্জ থানার পুলিশের কাছে সেপার্দ করা হয়েছে। সে সাংবাদিকদের উপস্থিতিতে পুলিশের কাছে স্বীকার করেছে যে, হবিগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমানের পরামর্শে ও টাকার প্রলোভনে পড়ে এ কাজটি করেছে।
ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে। হবিগঞ্জ সদর উপজেলার এড়ালিয়া গ্রামের তৈহিদুল ইসলামের ছেলে নেহাল (১৬) এর সাথে বিবাড়িয়ার ঐর্শী ইসলাম মিলি নামে এক তরুনীর ফেসবুকের মাধ্যমে প্রেমে পড়ে। নেহাল জানায়, সম্প্রতি তার সাথে মিলির সম্পর্ক অবনতি ঘটে। এমতাবস্থায় পুর্ব পরিচিত জেলা ছাত্রলীগের সভাপতি সাইদুর রহমানকে বিষয়টি অবগত করে নেহাল। সাইদুর রহমান ‘ফেক চ্যাট ম্যাসেঞ্জার অ্যাপস’ ডাউনলোড করে দেন।
তিনি হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান ও পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোতাচ্ছিরুল ইসলাম হয়ে মেয়েকে হুমকী দিয়ে ম্যাসেজ পাঠানোর পরামর্শ দেন। সাইদুরের পরামর্শ অনুযায়ী নেহাল মিলির কাছে বৃহস্পতিবার রাতে হবিগঞ্জ সদর উপজেলা চেয়ারম্যান ও জেলা চেম্বার অব কমার্সের সভাপতি মোতাচ্ছিরুল ইসলাম সেজে হুমকী সম্বলিত ম্যাসেজ পাঠায়।
মিলি হুমকীর বিষয়টি মোতাচ্ছিরুল ইসলামের ভাতিজা ইমরানকে জানায়। ইমরান মিলির ফেসবুক ফ্রেন্ড। মিলির মাধ্যমে নেহালের ফেসবুক আইডি পাওয়ার পর দেখা যায় ফ্রেন্ডলিষ্টে শয়ন নামে হবিগঞ্জের এক ব্যবসায়ী রয়েছেন। পরে ইমরান তার বন্ধু ঝলকের মাধ্যমে শয়নের সাথে যোগাযোগ করে নেহালের পরিচয় নিশ্চিত হন।
শুক্রবার সকাল সাড়ে ১১টার দিকে শয়নের সহযোগিতায় নেহালকে আনা হয় মোতাচ্ছিরুল ইসলামের বাসায়। বিষয়টি সম্পর্কে জিজ্ঞাসবাদ করা হলে সে বিস্তারিত বিবরণ সাংবাদিকদের উপস্থিতিতে পুলিশকে খুলে বলে। নেহাল আরো জানায় মোতাচ্ছিরুল ইসলামের পক্ষ হয়ে ওই তরুনীকে হুমকীর ম্যসেজ পাঠালে তাকে ছাত্রলীগ নেতা সাইদুর টাকা দেয়ারও প্রলোভন দেন।
তার বক্তব্য সঠিক কিনা যাচাই করতে এসময় নেহালকে দিয়ে সাইদুরকে মোবাইল করানো হয়। মিলিকে ওই ম্যাসেজ পাঠানোর কথা জানালে সাইদুর তাকে (শুক্রবার) বিকেলে দেখা করার জন্য বলেন।
এ প্রসঙ্গে মোতাচ্ছিরুল ইসলাম বলেন একটি মহল আমাকে সামাজিক ও রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য গভীর ষড়যন্ত্র করছে। যার একটি প্রমান এই ঘটনাটি। ঘটনাটি ধরা পড়ায় স্বস্থি পাচ্ছি। হয়তো বড় ধরনের বিপদের সম্মুখিন হতাম।
এদিকে জেলা সাইদুর রহমানের সাথে যোগাযোগ করা হলে সাইদুর রহমান তিনি বলেন, এই ছেলেকে আমি চিনি না। আগামী উপজেলা নির্বাচনে আমাকে অনেকেই প্রতিদ্বন্ধিতা করার জন্য বলেছেন। জনমনে বিভ্রান্ত সৃষ্টি করার জন্য একটি নাটক সাজানো হয়েছে।