বরিশাল লঞ্চঘাটে যাত্রীদের ভিড়ে স্বামী স্ত্রী দুজন পৃথক দুটি লঞ্চে উঠে পরে। স্ত্রীকে খুজতে লঞ্চ থেকে নামার পর ঘাটের লঞ্চ ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এই দম্পত্বির ১৩ মাস বয়সী দুটি যমজ শিশু সন্তান ছিলো দুজনার কোলে। একজনের নাম টাপুর, সে রয়েযায় বাবা সুশান্তর কোলে আর শিশু টুপুর চলেযায় মায়ের সাথে ঢাকার উদ্দেশ্যে এ সংক্রান্ত একটি প্রতিবেদন শুক্রবার মধ্যরাতে আনন্দবার্তায় প্রকাশ হয়।
বাবার কাছে থাকা শিশু কন্যা টাপুরের খোজ নিতে শুক্রবার বিকেলে যাওয়া হয় ঝালকাঠি উত্তর কিস্তাকাঠি আবাসন প্রকল্পে। সেখানে ২৪ নম্বর ব্যারাকের ৬ নম্বর ঘরে ঘুমিয়ে ছিলো শিশু টাপুর। তার বাবা সুশান্ত শীল আনন্দবার্তা’কে বলেন, রাতে বাসায় আসার পর বেশ কান্নাকাটি করেছে। তারপর প্যাকেট দুধ গুলিয়ে খাইয়েছি। রাতে ভালো ঘুমিয়েছে। সকালে বিস্কিট দুধ আর দুপুরে স্যালাইন পানি খাইয়ে দিয়েছি।
তারপর ঘুমিয়ে পড়েছে এখনো ওঠেনি। অপর কন্যা টুপুর ঢাকায় তার মায়ের সাথে নানা বাড়ীতে আছে। শাটডাউন শেষ হলে ঢাকায় মেয়েকে নিয়ে যাবে বলে জানান সুশান্ত।
উল্লেখ্য, সুশান্ত শীল ঝালকাঠি ষ্টেশন রোডের মিতালী সেলুনে নাপিতের কাজ করে। বিবাহ করেছেন মিরপুর টোলারবাগ এলাকায়। সে দুই জমজ কন্যা সন্তানের জনক। ওদের বয়স ১৩ মাস। একজনের নাম টাপুর আর অপর জনের নাম টুপুর। শার্টডাউনে ১৫ দিন সেলুন বন্ধ থাকবে বিধায় বৃহস্পতিবার স্ত্রী সুমা রানী শীল ও দুই কন্যা সন্তানকে নিয়ে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে বরিশাল লঞ্চঘাটে যায়।
সেখানেই যাত্রীদের ভিড়ে স্বামী স্ত্রী পৃথক দুটি লঞ্চে উঠে পরে। সুশান্তর তার স্ত্রী সুমাকে খুজে না পেয়ে লঞ্চ থেকে বের হয়ে টার্মিনালে স্ত্রীকে খুজতে থাকে। ঐ সময় ঘাট থেকে লঞ্চগুলো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। ছেড়ে যাওয়া একটি লঞ্চের মধ্যেই শিশুকণ্যা টুপুরকে নিয়ে সুশান্তর স্ত্রী সুমা ছিলো। অপর কণ্যা টাপুর’কে কোলে নিয়ে ঘাটে রয়ে যায় সুশান্ত।
এ জাতীয় আরো খবর..