লিখিত বক্তব্যে তিনি বলেন, গত ১৩ মার্চ রাতে একই এলাকার ইন্তাজ আলীর ছেলে হেলাল উদ্দিন, বেলাল উদ্দিন, জাহের আলীর ছেলে শফিকুল ইসলাম সহ কয়েকজন অপরিচিত ব্যক্তি আমাদের বাড়ি থেকে সালামকে ডেকে নিয়ে যায়। যাওয়ার সময় তারা বলে শফিকুলের বাড়িতে ভ্যান বিক্রির বিষয়ে একটি শালিস আছে। এরপর রাত অনেক হলেও সে বাড়িতে না ফিরলে আমরা সালামের সন্ধান করতে থাকি। এর কিছু সময় পরে আমাদের এক নিকট আত্মীয় আশরাফুল ইসলাম এসে জানায়, তাকে তারা মারপিট করে তাড়িয়ে দিয়েছে আর সালামকে আটকিয়ে রেখেছে। তখন আমরা সেই ঘটনাস্থলে গিয়ে সালামকে আর পাইনি।
লিখিত বক্তেব্যে আরো বলা হয়, ছেলের সন্ধান চেয়ে কয়েকবার থানায় গিয়েছি, চেয়ারম্যানের কাছে গিয়েছি, স্থানীয় অনেক গন্যমান্যদের কাছে গিয়েছি কেউ কথা শুনেনা। পুলিশ বলে সালাম আত্মগোপনে আছে তার সন্ধান আপনারা ভাল জানেন। বাড়িতে আসতে বলুন। এছাড়া নিকট আত্মীয় আশরাফুল সালামের সন্ধান করে দেওয়ার কথা বলে অনেক টাকা আমাদের নিকট থেকে নিয়েছে। তার আচরনও আমাদের সন্দেহ মনে হয়। আমরা আমাদের সন্তান সালামের সন্ধান চাই। যারা তাকে ডেকে নিয়ে গিয়ে নিখোঁজ করে দিলো তাদের বিচার চাই।
ঘটনার বিষয়ে জানতে চাইলে চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, নিখোঁজ সালামের সন্ধান পেতে পুলিশ তৎপর আছে। তিন মাস আগে থানায় জিডি গ্রহন করার পরে আশপাশের সকল থানায় তার ছবি সহ ম্যাসেজ পাঠানো হয়েছে। সে কোন বিশেষ কারনে নিজেকে আত্মগোপন করে রেখেছে এবং তার পরিবারের সাথেও যোগাযোগ হতে পারে বলে আমরা ধারনা করছি।