বরগুনা জেলা প্রশাসনের একটি বিশেষ ঘোষণা:
ঝালকাঠির সুগন্ধা নদীতে ২৩ ডিসেম্বর দিবাগত রাত আনুমানিক ৩.০০টায় ঢাকা-বরগুনাগামী লঞ্চ এমভি অভিযান-১০ এ অগ্নিকান্ডে নিহত, নিখোঁজ ও লঞ্চবাহী যাত্রীদের বিষয়ে যেকোন তথ্য জানা বা অবহিত করার জন্য জেলা প্রশাসন, বরগুনার কন্ট্রোল রুম নম্বর এ যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
নিহতদের লাশ বরগুনা জেনারেল হাসপাতালে রাতে রাখা হবে। হাসপাতাল হতে নিহতদের লাশ শনাক্ত করার জন্য অনুরোধ করা যাচ্ছে।
কন্ট্রোল রুমের মোবাইল নম্বর: 01716700270
ফোন নম্বর: ০২৪৭৮৮৮৬২৪৮
ই-মেইল নম্বর: dcbarguna@mopa.gov.bd