আমরা চেয়েছি একটি শুভ দিনক্ষণ দেখে আমাদের সন্তানকে সবার সম্মুখে আনতে। তবে আল্লাহ যা করেন, ভালোর জন্যই করেন, সেই সুখবরটি জানানোর জন্য আর বেশিদিন অপেক্ষা করতে হয়নি।
শেহজাদ খান বীর, আমার এবং শাকিব খানের সন্তান, আমাদের ছোট্ট রাজপুত্র। আমার সন্তান আমার গর্ব, আমার শক্তি। আপনাদের সবার কাছে আমাদের সন্তানের জন্য দোয়া কামনা করছি।
ছেলের ছবি প্রকাশ করে এভাবেই ফেসবুকে লেখলেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী ও শাকিব খান নিজেও।
জানা গেছে, বুবলী মা হয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের লং আইল্যান্ড জ্যুইশ মেডিকেল হাসপাতালে। ২০২০ সালের ২১ মার্চ তিনি পুত্র সন্তানের জন্ম দেন। সন্তানের নাম রাখা হয় শেহজাদ খান বীর।
শাকিব খানের সঙ্গে বুবলীর প্রেমের সম্পর্কের বিষয়ে কয়েক বছর ধরেই আলোচনা চলছিল। এসব আলোচনার এক ফাঁকে ২০১৭ সালের মার্চে প্রথম দুজনের প্রেমের খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হয়। প্রেম ও বিয়ে নিয়ে একাধিক গুঞ্জন শোনা গেলেও দুজনের কেউই এই বিষয়ে পরিষ্কার করে কিছুই বলেননি।
অবশেষে শুক্রবার (৩০ সেপ্টেম্বর) সবকিছু শিকার করে নিলেন বুবলী। সন্তানের জন্য তিনি চেয়েছেন দোয়া। একই ভাবে শাকিব খানের ফেজবুক পেজেও একই তথ্য প্রকাশ করেছেন দুজনে। একদিকে আবরাম খান জয় অপর দিকে শেহজাদ খান বীর একই বাবার দুই বিতর্কিত মায়ের সন্তান।
অপর দিকে মিডিয়া পাড়ায় নতুন গুঞ্জন পূজা চেরিকে নিয়ে। দেশের শিল্প আর সাহিত্য এগিয়ে নিয়ে যাচ্ছে চিত্র নায়ক শাকিব খান এমনই নানা মন্তব্য এখন সোস্যাল মিডিয়ায়।